ময়মনসিংহ মেডিকেলে ক্লিনিক্যাল সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে মানসিক স্বাস্থ্য সংশ্লিষ্ট একটি ক্লিনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের কনফারেন্স কক্ষে ‘সাইকিয়াট্রিক আসপেক্ট অফ মেডিক্যালি আনএক্সপ্লেইনড সিম্পটমস’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে সহযোগিতা করেছে জেনারেল ফার্মাসিউটিক্যালস।
ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জালাল ‍উদ্দিনের সভাপতিত্বে এ সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন মনোরোগবিদ্যা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
জমজমাট এ আয়োজনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মূল প্রবন্ধ পাঠের পর ছিল মুক্ত আলোচনা। এতে প্রাসঙ্গিক নানা প্রশ্নোত্তর পর্ব।
অনুষ্ঠানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. মো: আনোয়ার হোসেন এই ক্লিনিক্যাল সেমিনারের আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রতিবেদক, মনেরখবর.কম


লক্ষ্য করুন- মানসিক স্বাস্থ্য বিষয়ক খবর বা প্রেস রিলিজও আমাদের পাঠাতে পারেন। বৈজ্ঞানিক সেমিনার, বিশেষ ওয়ার্কশপ, সাংগঠনিক কার্যক্রমসহ মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কোনো খবর পাঠাতে news@www.monerkhabor.com এই ইমেইলটি ব্যবহার করতে পারেন আপনারা।

Previous articleমাসিক মনের খবর-এর এপ্রিল সংখ্যা বাজারে
Next articleবাসা থেকে বাইরে কোথাও গিয়ে থাকতে পারেন না?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here