বইমেলায় মোড়ক উন্মোচিত হল খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার এর লেখা বইয়ের।
আজ (২২ মার্চ) বিকালে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত গ্রন্থ উন্মোচন চত্ত্বরে প্রকাশনী সংস্থা বাঙ্গালা গবেষণা থেকে প্রকাশিত “সাইকিয়াট্রিস্টের খেরোখাতা থেকে” নামক বইটির মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের সাথে খ্যাতিমান কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহিত কামাল, বাংলাদেশ অ্যাসেসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. আজিজুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব, একই বিভাগের অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ, সহকারি অধ্যাপক সেলিনা ফাতেমা বিনতে শহীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মনোরোগবিদ্যার ভূবনে দীর্ঘ পথ চলার অভিজ্ঞতা থেকে কিছু কেস হিস্ট্রি, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও মনস্তাত্ত্বিক সেবা বিষয়ে আলোকপাত করেছেন “সাইকিয়াট্রিস্টের খেরোখাতা থেকে” বইটির লেখক অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে