মানসিক স্বাস্থ্য বিষয়ক দেশের অন্যতম বহুল পঠিত মাসিক ম্যাগাজিন মনের খবর এর ডিসেম্বর সংখ্যা বাজারে এসেছে। অন্যান্য সংখ্যার মত এবারের সংখ্যাটিও একটি বিশেষ বিষয়ের উপর প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। আর এবারের সংখ্যায় প্রাধান্য পাওয়া বিষয়টি হল- মৃত্যু । এবারের ম্যাগাজিনে মৃত্যু বিষয়ক না লেখার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে লিখেছেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞগণ।
যা রয়েছে “মনের খবর” ডিসেম্বর সংখ্যায়–
“মৃত্যু কী?: শারীরিক, মানসিক বা আধ্যাত্মিক মৃত্যু-বৈজ্ঞানিক ব্যাখা”-শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন প্রচ্ছদ প্রতিবেদন বিভাগে চট্রগ্রাম মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. পঞ্চানন আর্চায্য।
“মৃত্যু অনিবার্য: আমরা কি প্রস্তুত?”-শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন বিভাগে রয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. সাইফুন নাহার সুমী এর একটি লেখা।
“প্রিয়জনের অস্বাভাবিক মৃত্যু: কাটিয়ে উঠতে করণীয়”-শিরোনামে আরো একটি প্রচ্ছদ প্রতিবেদনে রয়েছে ঢাকা কমিউনিটি হাসপাতাল এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সৃজনী আহমেদ এর লেখা।
মানসিক রোগ-শারীরিক রোগ বিভাগে “অনেক মানসিক রোগেই মৃত্যুভয় হয়”-শিরোনামে লিখেছেন সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. ওয়ালিউল হাসনাত সজীব।
মানসিক রোগ চিকিৎসা বিভাগে “মৃত্যুশোক: স্বাভাবিক ও অস্বাভাবিক প্রতিক্রিয়া”-শিরোনামে লিখেছেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিক্যাল কলেজ এর সহকারী অধ্যাপক ডা. মাহ্জাবিন আফতাব সোলায়মান।
“শিশুমনে মৃত্যুশোক কাটিয়ে উঠবে যেভাবে”-শিরোনামে শিশুমন বিভাগে রয়েছে আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল এর মনোরোগ বিশেষজ্ঞ ডা. হোসনে আরা এর লেখা।
“মাদকাসক্তি মৃত্যুর সহজ রাস্তা”– শিরোনামে মাদকাসক্তি বিভাগে রয়েছে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এর মনোরোগ বিশেষজ্ঞ ডা. মেজবাউল খাঁন এর একটি লেখা।
“অনিরাপদ যৌনতাও মৃত্যু ডেকে আনে”-শিরোনামে যৌনস্বাস্থ্য বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনরোগবিদ্যা বিভাগের কনসালটেন্ট ডা. এস এম আতিকুর রহমান।
“খেলার মাঠে আকস্মিক মৃত্যু”– শিরোনামে ক্রীড়া ও মন বিভাগে রয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এর মনোরোগ বিশেষজ্ঞ ডা. রাইসুল ইসলাম পরাগ এর একটি লেখা।
“মানসিক রোগাক্রান্তদের মৃত্যুহার ছয় গুণ বেশি”– শিরোনামে গবেষণা বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট এমডি (চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট সাইকিয়াট্রি) ডা. সাদিয়া আফরিন।
যুগে যুগে বিভাগে “মৃত্যু স্মরণ: নানা প্রথায় নানা রুপে”-শিরোনামে লিখেছেনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট ডা. কৃষ্ণ রায়।
প্রবীণ মন বিভাগে মৃত্যু বিষয়ক ভাবনা নিয়ে কথা বলেছেন শিক্ষাবিদ অধ্যাপক ডা. মাহফুজা খানম, অভিনেতা মামুনুর রশীদ এবং ডা. কাজী রহমত-ই-মাওলা।
বিশেষ সাক্ষাৎকার বিভাগে রয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়করণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এর মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর এর সাক্ষাৎকার।
মনস্তত্ত্ব বিভাগে টাইগার উডস এর মনস্তত্ত্ব নিয়ে লিখেছেন ডা. ফাহিম আহসান আল রশিদ।
এছাড়া বিশেষ আয়োজন বিভাগে রয়েছে “যে মৃত্যু আনন্দের” শিরোনামে বিশেষ ফিচার। এবং মনের খবর এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “ফিরে দেখা পাঁচ বছর” শিরোনামে রয়েছে একটি বিশেষ ফিচার। রয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ-২০১৯ এর খবর।
“শিশুহত্যা: কেন এই মানসিক বৈকল্য?”-বিষয়ে মনোসামাজিক বিশ্লেষণ বিভাগে কথা বলেছেন বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ।
দেশের খবর এর পাশাপাশি প্রতিসংখ্যার মত এই সংখ্যায়ও বিভিন্ন জটিল বিষয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন দেশের খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম, অধ্যাপক ডা. গোলাম রব্বানী, অধ্যাপক ডা. মহাদবে চন্দ্র মন্ডল, অধ্যাপক ডা. এম এ সালাম, অধ্যাপক ডা. রেজাউল করিম এবং অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব।
এছাড়াও মনের খবর ডিসেম্বর সংখ্যায় পাঠকরা টিপস বিভাগে পাবেন “প্রিয়জনের নিশ্চিত মৃত্যু: নিজের মানসিক প্রস্তুতি” শিরোনামে মাহজাবিন শান্তার লেখা।
মৃত্যু বিষয়ক এই সংখ্যাটি এখন বাজারে পাওয়া যাচ্ছে, পাঠকরা চাইলে সংগ্রহ করতে পারবেন সংখ্যাটির পিডিএফ কপিও।
পিডিএফ পেতে ও ম্যাগাজিন প্রাপ্তিস্থান জানতে নিচের লিংক দেখুন :
ম্যাগাজিন প্রাপ্তিস্থান: https://www.monerkhabor.com/stall/
পিডিএফ: https://www.monerkhabor.com/print-pdf/