মানসিক স্বাস্থ্যসেবায় ডাক্তার-নার্সদের প্রশিক্ষণ

দেশব্যাপী মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়নে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে চলছে বিশেষ প্রশিক্ষণ। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে ‘ট্রেনিং অন মেন্টাল হেলথ ফর ডক্টরস অ্যান্ড নার্সেস’ শীর্ষক এ প্রশিক্ষণে  অংশ নিচ্ছেন সারা দেশের সরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সবৃন্দ।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের উচ্চমান সহকারী কামরুজ্জামান মুকুল বলেন, ‘সারা দেশে মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়নে ২ ডিসেম্বর ডাক্তার ও নার্সদের জন্য এ প্রশিক্ষণ শুরু হয়েছে। বর্তমানে ১২ তম ব্যাচের প্রশিক্ষণ চলছে। প্রতি ব্যাচে গড়ে ৩০ জন প্রশিক্ষণে অংশ নিয়েছেন। আমরা আশা করছি, আরো ৮ টি ব্যাচ প্রশিক্ষণে অংশ নিবে।’
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ‘শুধু সরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সরা এই প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এই প্রশিক্ষণের মাধ্যমে সারা দেশে  মানসিক স্বাস্থ্যসেবার আরো অগ্রগতি ঘটবে বলে আমরা আশাবাদী।’
প্রতিবেদক, মনেরখবর.কম


লক্ষ্য করুন- মানসিক স্বাস্থ্য বিষয়ক খবর বা প্রেস রিলিজও আমাদের পাঠাতে পারেন। বৈজ্ঞানিক সেমিনার, বিশেষ ওয়ার্কশপ, সাংগঠনিক কার্যক্রমসহ মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কোনো খবর পাঠাতে news@www.monerkhabor.com এই ইমেইলটি ব্যবহার করতে পারেন আপনারা।

Previous articleবিএসএমএমইউ-তে ড্রাগ এডিকশন ক্লিনিক চালু
Next articleকেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে সাপ্তাহিক মনোশিক্ষণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here