মাইন্ডফুলনেস বিষয়ক ফ্যামিলি এডুকেশন সভা আয়োজন করেছে আহ্ছানিয়া মিশন নারী পুনর্বাসন কেন্দ্র

0
18
মাইন্ডফুলনেস বিষয়ক ফ্যামিলি এডুকেশন সভা আয়োজন করেছে আহ্ছানিয়া মিশন নারী পুনর্বাসন কেন্দ্র

গত ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে “ফ্যামিলি এডুকেশন সভা” অনুষ্ঠিত হয়েছে। এবারের সভার মূল আলোচ্য বিষয় ছিল “ওরিয়েন্টেশন অন মাইন্ডফুলনেস”।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মেন্টাল হেল্থ প্রাক্টিশনার মো. তানভীর আহমেদ। তিনি মাইন্ডফুলনেস বিষয়ক গুরুত্বপূর্ণ ধারণা তুলে ধরেন এবং মাইন্ডফুলনেস চর্চার বিভিন্ন কৌশল আমন্ত্রিত অতিথিদের অনুশীলন করান।

সভায় উপস্থিত ছিলেন আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের ভর্তিকৃত ক্লায়েন্টদের সম্মানিত অভিভাবকবৃন্দ। এ ছাড়া কেন্দ্রের ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, কাউন্সেলর এবং কেস ম্যানেজারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজনে মাইন্ডফুলনেস চর্চার গুরুত্ব, মানসিক সুস্থতা বজায় রাখার কৌশল এবং পুনর্বাসন প্রক্রিয়ায় পরিবারের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে অভিভাবকদের মানসিক সুস্থতা এবং পুনর্বাসনের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালনের উপায় সম্পর্কে অবগত করা হয়।

সভা শেষে আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে সকল অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আরও পড়ুন- 

Previous articleতরুণ সাইকিয়াট্রিস্ট ডা. আহমেদ শাহরিয়ার হাসান (তানভীর) এর মৃত্যু
Next article৮ ঘণ্টা কাজ কেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here