বিকেএসপিতে ডোপিং বিরোধী শিক্ষামূলক সেমিনার অনুষ্ঠিত

ঢাকার অদূরে সাভারে অবস্থিত বিকেএসপিতে ডোপিং বিরোধী শিক্ষামূলক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ৬ জুন সকালে এই সেমিনারের আয়োজন করে।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মেডিকেল এ্যান্ড এন্টি ডোপিং কমিটির সদস্য সচিব ডা. মো. শফিকুর রহমান ডোপিং বিরোধী শিক্ষামূলক এ কর্মশালাটি সঞ্চালনা করেন।
সেমিনারে জাতীয় মানসিক ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ‘স্ট্রেস ম্যানেজম্যান্ট’ বিষয়ে বক্তৃতা দেন।
সেমিনারে বিকেএসপির প্রশিক্ষণার্থীরা ছাড়াও শিক্ষক, প্রশিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ক্রীড়াঙ্গনে ডোপিংয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আমরা আশা করি, এ ধরনের সেমিনারের মাধ্যমে খেলোয়াড় ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপকৃত হবেন।

Previous articleমুড ডিজঅর্ডার নিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে সেমিনার অনুষ্ঠিত
Next articleপ্রায় সবসময় একাই থাকতে হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here