বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে পাবনা মানসিক হাসপাতালে র্যালি ও সায়েন্টেফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
“সবার জন্য মানসিক স্বাস্থ্যঃ অধিক বিনিয়োগ -অবাধ সুযোগ” প্রতিপাদ্যে পালিত দিবসটি উপলক্ষে আজ (১০ অক্টোবর) সকালে পাবনা মানসিক হাসপাতাল চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এরপর হাসপাতাল এর কনফারেন্স রুমে সায়েন্টেফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
সায়েন্টেফিক সেমিনারে চেয়ারপার্সন হিসেবে উপস্থিত ছিলেন পাবনা মানসিক হাসপাতাল এর সুপারিনটেনডেন্ট ডা. রতন কুমার রায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা মানসিক হাসপাতাল এর প্রাক্তন পরিচালক অধ্যাপক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাসপাতাল এর সহকারি অধ্যাপক ডা. মোহাম্মাদ আলী, সহকারি অধ্যাপক ডা. শাফকাত ওয়াহিদ, রেসিডেন্ট সাইকিয়াট্রিস্ট ডা. মাসুদ রানা সরকার।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাবনা মানসিক হাসপাতাল এর মেডিক্যাল অফিসার ডা. এ কে এম শফিউল আজম।
সেমিনারে সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে