সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে অবহিত করতে “মনের আড্ডা উইথ কিডস” নামে সচেতনতা কর্মসূচি পালন করেছে মানসিক স্বাস্থ্য সেবা প্রদানকারী স্বেচ্ছাসেবী সংগঠন- মাইন্ড-ব্লোয়িংসাইকোলজিকাল টিম।
গতকাল (৫ জানুয়ারি) রবিবার বিকেলে ‘সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন, মিরপুর ব্র্যাঞ্চের সহায়তায় মিরপুর চিড়িয়াখানার সামনে এই কর্মসূচি পালন করে মাইন্ড-ব্লোয়িংসাইকোলজিকাল টিম। আড্ডাধর্মী এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সুবিধাবঞ্চিত শিশুরা কিভাবে নিজেদেরকে যৌন হয়রানি মত বিষয়গুলো থেকে রক্ষা করবে, কিভাবে নিজেদের শারিরিক যত্নের পাশাপাশি মনের যত্ন নিতে পারে, সেই সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি সাইকোলজিকাল গেমের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদেরকে খেলার ছলে আনন্দ দেওয়ার মাধ্যমে শিশুদেরকে শেখানোর চেষ্টা করিছি কিভাবে সমাজের বোঝা নয়, কিভাবে নিজের মনকে ভালো রেখে সমাজের সম্পদে পরিণত হতে হয়, এবং সুবিধাবঞ্চিত শিশুরা কিভাবে সীমিত সুযোগ ভোগ করেও শান্তিতে বসবাস করতে পারে।
আগামী দিনগুলোতে মানসিক স্বাস্থ্যসেবা সকলের মাঝে ছড়িয়ে দিতে মাইন্ড-ব্লোয়িং সাইকোলজিকাল টিমের পক্ষ থেকে শিশুদের পাশে থাকার আহব্বান জানান আয়োজকরা।