সমস্যা: নাম প্রকাশে অনিচ্ছুক বলে দুঃখিত।
আম্মা কোনো কারণ ছাড়াই অন্যকে সন্দেহ করেন। তিনি মনে করেন অন্যরা তার এবং তার সন্তানাদির ক্ষতি করতে চায়। তাছাড়া জাদুটোনা বিষয়টা অন্ধের মতো বিশ্বাস করেন। তিনি মনে করেন, চারপাশের সবাই জাদুটোনা করে আমাদের ক্ষতি করতে চায়। তিনি অনেক আজগুবি ও অবাস্তব বিষয়ও অন্ধভাবে বিশ্বাস করেন। আমিসহ পরিবারের সবাই অনেক যুক্তি ও প্রমাণসহ উনার চিন্তাভাবনার ভুল ধরিয়ে দিলেও উনি এসব চিন্তাভাবনা থেকে বিরত থাকেন না। এর জন্য পরিবারের সবাইকে অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এটা কি কোনো মানসিক রোগ?
প্লিজ, আমাকে পরামর্শ দিলে আজীবন কৃতজ্ঞ থাকব।
পরামর্শ: আপনার আম্মার ব্যাপারে যে সংক্ষিপ্ত সমস্যা তুলে ধরেছেন, তা রোগ নির্ণয়ের জন্য যথেষ্ট নয়। তারপরও সমস্যা দেখে মনে হয়, আপনার মা Paranoid Psychosis অথবা schizophrenia রোগে ভুগছেন। নিম্নলিখিত ঔষধ সেবনে উপকার পাবেন বলে আশা করি।
1. Tab. Sizodon 4
0+0+1 ………….04 days
1+0+1 …………..to be continuing
2. Tab. Extranil
1+0+1 …………..to be continuing
3. Tab. Tiapine X 50
0+0+1 ঘুম কম হলে ২ টা খাবেন। বেশি হলে বন্ধ রাখবেন।
দুইমাস পরে আবার যোগাযোগ করবেন। কোনো অসুবিধা হলে নিকটস্থ সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিবেন।
জাদুটোনায় অন্ধের মতো বিশ্বাস করেন?
Previous Articleসুখের পথে বাঁধা ৫ টি অস্বাস্থ্যকর আচরণ
Next Article মুখে ‘ভালোবাসি” না বলেও কীভাবে অপরকে বোঝাবেন