করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক কার্যক্রম ‘ কথা বলো কথা বলি’

করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক কার্যক্রম ‘ কথা বলো কথা বলি’

বিশ্ব জুড়ে করোনা মহামারী যখন একের পর এক তাজা প্রাণ কেড়ে নিচ্ছে তখন এর প্রভাব এসে পড়ছে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের পাশে থাকা স্বজনদের ওপর। স্বজনহারা ব্যক্তিরা বিষণ্নতা, দুশ্চিন্তা, নিদ্রাহীনতা, অপরাধবোধ এমনকি মানসিকভাবে নিজেদেরকে দুর্বল অনুভব করেন যা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর বিরাট এক প্রভাব ফেলে। তাঁরা মেজাজ নিয়ন্ত্রণে না রাখতে পারা, নিঃসঙ্গ ভাবা, মানসিক সমস্যা বা মানসিক পরিবর্তন ইত্যাদি সস্যার সম্মুখীন হচ্ছেন।  স্বজনহারাদের কথা বিবেচনা করে তাদের মাঝে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে নতুন কার্যক্রম ‘কথা বলো কথা বলি’ শুরু হয়েছে যার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ‘মনের খবর’ এবং সহযোগিতায় রয়েছে Organization for Human Development Initiatives through Research (ODHIR) Foundation করোনা মহামারীকালে স্বজনহারাদের সাথে মানসিক স্বাস্থ্য বিষয়ে কথা বলবেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। ‘কথা বলো কথা বলি’ কার্যক্রমের হটলাইন নম্বর, ০১৪০৭৪৯৭৬৯৬ যেখানে শুক্রবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত সেবা গ্রহীতা যেকোনো দিন সকাল ১০ টা থেকে রাত ১০ পর্যন্ত প্রথমে সিরিয়াল নিয়ে সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া ফেসবুক ব্যবহারকারীরা (Corona Concern) Psychological Care for the Family Members নামে ফেসবুক গ্রুপে ‘কথা বলো কথা বলি’ বিষয়ক কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন।

 

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

 

“মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
Previous articleসুস্থ সম্পর্কের ভিত্তি গড়তে যা করতে পারেন
Next articleপ্রতিটি সমস্যার পেছনে আছে সমাধান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here