করোনাকালে লকডাউনে পড়ে অবসাদগ্রস্ত হয়ে পড়ছে মানুষ। গৃহবন্দী মানুষের মধ্যে বেড়ে গেছে একাকীত্ব ও নিঃসঙ্গতা। তবে এতে নারীদের সংখ্যাই বেশি।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদদের গবেষণায় বিষয়টি উঠে এসেছে।
গবেষণাটিতে দেখা গেছে, করোনার সময়ে পুরুষদের চেয়ে নারীদের মানসিক স্বাস্থ্য খারাপ অবস্থা বেশি নাজুক। তিনজন নারীর মধ্যে একজনের মনের অবস্থা ভালো নেই। একাকীত্বে ভুগছেন তারা।
লকডাউনে পুরুষদের ৭ শতাংশ থেকে ১৮ শতাংশ মানসিক রোগ ধরা পড়েছে। অন্যদিকে নারীদের সেটি ১১ থেকে ২৭ শতাংশ পর্যন্ত।
অফিসের কাজ, সঙ্গে সন্তান পরিবারকে সময় দেওয়া, ঘরের কাজ সামাল দেওয়া, অন্যের মন জুগিয়ে চলা এছাড়াও করোনা নিয়ে অতিরিক্ত চিন্তা- কারণ হিসেবে কাজ করছে এসব মানসিক সমস্যায়।
এত কিছু একসঙ্গে সামাল দিতে পারছেন না বহু নারী। পাশাপাশি বদলাতে হয়েছে অনেক অভ্যাস। ফলে সবকিছুর দিকে খেয়াল রাখতে গিয়ে নিজের মানসিক স্বাস্থ্যর যত্ন নিতে পারছেন না তারা। ফলে নিজেকে সময় দিতে না পেরে একাকীত্বে ভুগছেন নারীরা।
গবেষণায় দেখা গেছে, ৩৪ শতাংশ নারী লকডাউনের সময় মাঝে মাঝে একাকীত্ববোধ করেছেন। তাদের মধ্যে ১১ শতাংশ বলেছেন তারা প্রায়শই একাকীত্ব বোধ করেছেন। ২৩ শতাংশ পুরুষ বলেছেন, তারা লকডাউনে মাঝে মাঝে একা বোধ করেছেন, এবং ছয় শতাংশ বলেছেন তারা প্রায়শই একাকীত্ববোধ করেন।
মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন