কম্পিউটার গেমার থেকে হত্যাকারী!

গত শুক্রবার মিউনিখে ৯ ব্যক্তি হত্যাকারী ১৮ বছর বয়সী তরুণটি ছিল কম্পিউটার গেমে আসক্ত। দীর্ঘদিন ধরে সে ‘কাউন্টার-স্ট্রাইক’ নামে ফার্স্ট পারসন শুটার গেমে আসক্ত এবং বিষণ্নতা ও ভীতিজনিত রোগে আক্রান্ত ছিল বলে তদন্ত কর্মকর্তাগণ জানিয়েছেন।
বাভারিয়ান স্টেট পুলিশের প্রধান রবার্ট হেইমবার্গার জানান, “তরুণটি গত এক বছর ধরেই এমন হত্যাকান্ডের পরিকল্পনা করে আসছিল। তবে এই হত্যাকান্ডের সাথে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই।”
তরুণটির কম্পিউটারের নথিপত্র খোঁজ করে তদন্তকারী কর্মকর্তাগণ আরো জানান, ২০০৯ সালে স্টুটগার্ডের নিকটবর্তী এক ছোট শহরে ১৭ বছর বয়সী এক তরুণের হাতে ১৫ জন নিহত হওয়ার ঘটনা তাকে এই হত্যাকান্ড ঘটাতে উৎসাহিত করতে পারে।
তরুণটির ব্যক্তিগত ইতিহাস থেকে জানা যায়, ২০১৫ সালে সে দুই মাসের জন্য মনোরোগ চিকিৎসাকেদ্রে ভর্তি ছিল এবং তার আগে ২০১২ সালে একদল সমবয়সী ছেলেপিলে তাকে মেরে আহত করে।
উল্লেখ্য, গত শুক্রবার আলী সনবলি নামে ১৮ বছর বয়সী এক তরুণ মিউনিখের এক শপিং মলে গুলি চালালে ৯ জন নিহত এবং ৩৫ জন আহত হয়, যার মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক। আহত নিহতদের অধিকাংশের বয়সই ১৮ বছরের নিচে।
তথ্যসূত্র- সিএনএন
আন্তর্জাতিক ডেস্ক, মনেরখবর.কম

Previous articleইলুশন
Next articleরাতে লাইট বন্ধ করলে মনে হয় এখুনি হয়তো মারা যাবো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here