স্বাস্থ্য অধিদপ্তরের এমএনঅ্যান্ডসিএইচের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা টিকাগুলো গ্রহণ করে স্টোরেজে পাঠিয়ে দিয়েছি।”
এ নিয়ে সব মিলিয়ে সিনোফার্মের মোট ৩ কোটি ৪ লাখ ডোজের বেশি টিকা পেল বাংলাদেশ।
এর আগে গত ১৮ সেপ্টেম্বরও চীন থেকে ৫০ লক্ষ টিকা আসে দেশে। এই চালানের মাধ্যমেই দেশে আবার নতুন করে টিকা কার্যক্রম শুরু হয়েছে। অনেকেরই অভিযোগ ছিলো রেজিস্ট্রেশন করার পরও টিকার তারিখ পাওয়া যাচ্ছিলো না। চীন থেকে এই চালান আসার পরই টীকা কার্যক্রমে আবার গতি পেয়েছে।
সিনোফার্মের সাড়ে সাত কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে সরকার। এছাড়া কোভ্যাক্স থেকেও বাংলাদেশ সিনোফার্মের টিকা পাচ্ছে।
গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে সারাদেশে গণ টিকাদান কর্মসূচি শুরু করে সরকার।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও চীনের সিনোফার্ম ছাগাও যুক্তরাষ্ট্রের ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার টিকা দেওয়া হচ্ছে দেশে।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে