অটিজমের সাথে অন্যান্য রোগের সম্পর্ক নিয়ে সেমিনার অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অটিজমের সাথে অন্যান্য রোগের সম্পর্ক নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন সভাকক্ষে ‘সাইকিয়াট্রিক কো-মরবিডিটিস: দ্যা হিডেন আইসবার্গ অফ অটিজম’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের এডিএসডি ক্লিনিক এই সেমিনারের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. শাহানা আখতার রহমান। সভাপতিত্ব করেন মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার।
অনু্ষ্ঠানের শুরুতেই ছিলো অটিজম আক্রান্ত শিশুর অভিভাবকের অভিজ্ঞতা বিনিময়। মনোরোগবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় ছিলো অটিজম নিয়ে একটি নাটিকা।
অনুষ্ঠানে অটিজম নিয়ে ছিলো ৩ টি প্রেজেন্টেশন। ডা. রেদওয়ানা হোসেন, ডা. মো. তয়েবুর রহমান রয়েল এবং ডা. নিয়াজ মুহাম্মদ খানের প্রেজেন্টেশনগুলোতে উঠে এসেছে অটিজম চিকিৎসার নানা দিক।
এছাড়াও ছিলো প্যানেল ডিসকাশন। আলোচনায় অংশ নেন মনোরোগবিদ্যা বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের নানা বিভাগের শিক্ষক ও ডাক্তারগণ।
অধ্যাপক ডা. মিজানুর রহমান, অধ্যাপক ডা. এম এস আই মল্লিক, অধ্যাপক ডা. মোহিত কামাল, ডা. শামসুল আহসান মাকসুদ, ডা. সিফাত, অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন, ডা. হাফিজুর রহমান চৌধুরী, অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব প্যানেল ডিসকাশনে অংশ নেন।
প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক ডা. শাহানা আখতার রহমান বলেন, ‘‘অটিজম শিশুর ক্ষেত্রে বাবা-মায়ের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এই সেমিনারে অটিজম নিয়ে বেশ কিছু জরুরি কথা উঠে এসেছে। অটিজমে আক্রান্ত শিশুর যৌন স্বাস্থ্য নিয়ে আরো গবেষণা হোক।’’
মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার বলেন, ‘‘এপ্রিল মাসে অটিজম দিবস। এই দিবসকে সামনে রেখে আমরা একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছি। এবারের অটিজম দিবসের স্লোগান অটিজমে আক্রান্ত মেয়েদের মধ্যে সচেতনতা বাড়ানো। অটিজমে আক্রান্ত মেয়েরা প্রচুর যৌন হয়রানির শিকার হয়, এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।’’
অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছে ইউনিমেড ইউনিহেলথ।

Previous articleবাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টসের ২৫তম বার্ষিক সাধারণ সভা
Next articleবিএপির এজিএম-এ মিলনমেলা: তিন কথাসাহিত্যিককে সম্মাননা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here