আজ ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ উপলক্ষে রংপুর মেডিকেল কলেজে বৈজ্ঞানিক সেমিনার ও র্যালির আয়োজন করা হয়। এ বছরের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ছিল “কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য: অগ্রাধিকার এখনই”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. মো. আব্দুল মতিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ডা. শাহ মো. সরওয়ার জাহান এবং বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ডা. মো. মাহফুজার রহমান ও হাসপাতালের পরিচালক ডা. মো. জাফরুল হোসাইন।
সেমিনারে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকসহ সর্বস্তরের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। মূল সেমিনারের প্রেজেন্টেশন প্রদান করেন সহকারী রেজিস্টার ডা. মো. তানভীর রহমান শাহ এবং সেমিনারটি সঞ্চালনা করেন সহকারী রেজিস্টার ডা. মো. রফিকুল ইসলাম।
বক্তারা তাঁদের বক্তব্যে “কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য” বিষয়টির গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে শেষে র্যালির আয়োজন করা হয়, যেখানে চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন, এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
আরও দেখুনঃ