প্রতিষ্ঠান পরিচিতিঃ
১৯৭০ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এক হাজার শয্যা বিশিষ্ট এই হাসপাতালের এর নিজস্ব স্থায়ী ক্যাম্পাস রয়েছে।
অনুষদ সদস্যবৃন্দঃ
রংপুর মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগে চাকুরিরত রয়েছেন মোট ৪ জন। ২জন সহকারী রেজিস্ট্রার ও ১জন আউটডোর মেডিকেল অফিসার আছেন। বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্বরত আছেন সহযোগী অধ্যাপক ডা. জ্যোতির্ময় রায়।
সেবাঃ
-অন্তর্বিভাগঃ
অন্তর্বিভাগে নারীদের জন্য ৩টি ও পুরুষদের ৭টি নিয়ে মোট ১০টি শয্যা রয়েছে।
-বহির্বিভাগঃ
বহির্বিভাগে সপ্তাহে ৬ দিন সকাল ৮টা থেকে দুপুর ২ঃ০০ পর্যন্ত চলে রোগী দেখার কার্যক্রম।
-সাইকোথেরাপিঃ
প্রতি মঙ্গলবার সাইকোথেরাপি দেয়া হয়। সহযোগী অধ্যাপক ডা. জ্যোতির্ময় রায় অন্তর্বিভাগের রোগিদেরকে সাইকোথেরাপি দেন।