মৌলভীবাজারে ফ্রি হেল্থ ক্যাম্প ২৫ ডিসেম্বর

0
116

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চবিদ্যালয়ে আগামী ২৫ ডিসেম্বর (বুধবার)  “ফ্রি হেল্থ ফেয়ার ২০১৯” অনুষ্ঠিত হবে।
তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চবিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী চিকিৎসকবৃন্দের আয়োজনে ও ফ্রি হেল্থ ফেয়ার ২০১৯ উদযাপন কমিটির সহযোগীতায় এদিন সকাল ১০টা-বিকেল ৩টা পর্যন্ত মানসিক রোগসহ অন্যান্য রোগেরও ফ্রি চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করবেন দেশের খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।
ফ্রি হেল্থ ফেয়ার ২০১৯-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর মনোরোগবিদ্যা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ সোবহান। ফেয়ারে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে মনের খবর।
ফ্রি হেল্থ ফেয়ার ২০১৯-এ  চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করবেন-

শিশুরোগ বিশেষজ্ঞ —

ডা. যোগীন্দ্র সিংহ
সহযোগী অধ্যাপক, সিলেট এমএজি ওসমানী
মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট।
ডা. শাহাব উদ্দিন
সহযোগী অধ্যাপক, ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট।
ডা. আশুতোষ সিংহ
শিশুরোগ বিশেষজ্ঞ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল
কলেজ ও হাসপাতাল, সিলেট।
ডা. দেবাশিস সিনহা
শিশুরোগ বিশেষজ্ঞ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল
কলেজ ও হাসপাতাল, সিলেট।

মানসিক রোগ বিশেষজ্ঞ–

অধ্যাপক ডা. এম এ সোবহান 
প্রাক্তন চেয়ারম্যান, মনোরোগবিদ্যা বিভাগ, বিএসএমএমইউ,শাহবাগ,ঢাকা।
অধ্যাপক ডা.জ্যোতির্ময় রায়
প্রাক্তন বিভাগীয় প্রধান, মনোরোগবিদ্যা বিভাগ, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, রংপুর।
ডা. আর কে এস রয়েল
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান,
সিলেট এমএজি ওসমানী মেডিকেল
কলেজ ও হাসপাতাল, সিলেট।
 ডা. আহমদ রিয়াদ চৌধুরী
সহকারী অধ্যাপক,সিলেট এমএজি ওসমানী মেডিকেল
কলেজ ও হাসপাতাল, সিলেট।
সুইসাইড প্রিভেনশন স্পেশালিষ্ট —
ডা. মো: মোহসিন আলী শাহ্
সহযোগী অধ্যাপক-মনোরোগবিদ্যা বিভাগ ও
কো- অরডিনেটর-সিপিসি
বিএসএমএমইউ,শাহবাগ,ঢাকা।
যৌনস্বাস্থ্য বিশেষজ্ঞ —
ডা. মো: শামসুল আহসান মাকসুদ
সহযোগী অধ্যাপক- মনোরোগবিদ্যা বিভাগ,
বিএসএমএমইউ,শাহবাগ,ঢাকা।
মাদকাসক্তি রোগ বিশেষজ্ঞ —
ডা. রাহানুল ইসলাম,এমডি- সাইকিয়াট্রি,
কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও
হাসপাতাল, ঢাকা।

মেডিসিন বিশেষজ্ঞ —

ডা. স্বপন কুমার সিংহ
সহকারী অধ্যাপক, শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল,হবিগঞ্জ।
ডা. মো: তানভীর মোহিত 
সহকারী অধ্যাপক,সিলেট এমএজি ওসমানী মেডিকেল
কলেজ ও হাসপাতাল, সিলেট।

গাইনী বিশেষজ্ঞ —

ডা. মিনতি সিনহা
কনসালটেন্ট,পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট।

সার্জারি বিশেষজ্ঞ —

অধ্যাপক ডা. গুলজার আহমেদ সবুজ
বিভাগীয় প্রধান, সার্জারি, নর্থ-ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট।
ডা. তাপস সিংহ 
সার্জারি বিশেষজ্ঞ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দক্ষিণ সুরমা, সিলেট।

চর্মরোগ বিশেষজ্ঞ –

অধ্যাপক ডা. মো: ইউসুফ ভূঁইয়া
প্রাক্তন অধ্যাপক সিলেট এমএজি ওসমানী মেডিকেল
কলেজ ও হাসপাতাল, সিলেট।
ডা. হাসান আহমদ
চর্মরোগ বিশেষজ্ঞ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল
কলেজ ও হাসপাতাল, সিলেট।

স্নায়ুরোগ বিশেষজ্ঞ —

ডা. মোস্তফা হোসেন
সহকারী অধ্যাপক, সিলেট এমএজি ওসমানী মেডিকেল
কলেজ ও হাসপাতাল, সিলেট।

হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ —

ডা. মো: শাহ্ এমরান
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান,
সিলেট এমএজি ওসমানী মেডিকেল
কলেজ ও হাসপাতাল, সিলেট।

হৃদরোগ বিশেষজ্ঞ —

ডা. মো: ফখরুল ইসলাম
সহকারী অধ্যাপক
সিলেট এমএজি ওসমানী মেডিকেল
কলেজ ও হাসপাতাল, সিলেট।

নাক-কান-গলা বিশেষজ্ঞ —

ডা. মানস কান্তি সিংহ 
কনসালটেন্ট,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমলগঞ্জ।

চক্ষু বিশেষজ্ঞ —

ডা. রসমোহন সিংহ
বিএনএসবি,মৌলভীবাজার।

সনোলজিস্ট —

ডা. পরেশ চন্দ্র সিংহ
সহকারী অধ্যাপক
সিলেট এমএজি ওসমানী মেডিকেল
কলেজ ও হাসপাতাল, সিলেট।
ডা. রওশন জাহান মুনা
ভিক্টোরিয়া হাসপাতাল, সিলেট।

ডেন্টাল সার্জন —

ডা. তারানা জেবিন রূপা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমলগঞ্জ।
অন্যান্য –
ডা. আহমদ হোসেন, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, ডিজিএইচএস,মহাখালী, ঢাকা।
ডা. সুশীল কুমার সিংহ, এমও, গোলাপগঞ্জ।
ডা. আব্দুল মজিদ, এমও,সদর হাসপাতাল, মৌলভীবাজার।
ডা. হোসনে আরা স্বপ্না, সহকারী রেজিস্ট্রার- গাইনী,সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট।
ডা. মুন্না সিনহা, এমও, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমলগঞ্জ।
ডা. মেম চৌবি, এমও, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জুরী ।
ডা. থৌদাম নিশিতা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমলগঞ্জ।
ডা. কনিকা সিনহা, এমও, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমলগঞ্জ।
ডা. অভিজিত সিনহা, এম ও, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমলগঞ্জ।
ফিজিওথেরাপিস্ট —
ডা. সঞ্জীব মীতৈ,মৌলভীবাজার।
মেডিকেল টেকনোলজিস্ট –ব্লাড ট্রান্সফিউশন
মি. রমেন
সিলেট এমএজি ওসমানী মেডিকেল
কলেজ ও হাসপাতাল, সিলেট।
ইসিজি
গোলাম রাব্বানী
সিলেট এমএজি ওসমানী মেডিকেল
কলেজ ও হাসপাতাল, সিলেট।
সাকমো ( SACMO)
সব্যসাচী শর্মা
ডিপুল চন্দ্র পাল
নীপা রানী যাদব

Previous articleহাতের লেখায় লুকিয়ে মন খারাপের হদিস
Next articleঢাবিতে ‘আত্মহত্যা ও মাদক প্রতিরোধে সচেতনামূলক ক্যাম্পেইন’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here