মানসিক রোগীদের হাসপাতালে ভর্তি করতে লাগবে আদালতের অনুমতি

ক্লেপটোম্যানিয়া বা চুরি করার বাতিক

মানসিক ভাবে অসুস্থ রোগীদের এখন থেকে আর সরাসরি হাসপাতালে ভর্তি করাতে পারবে না ভারতের জলপাইগুড়ির  কোনো স্বেচ্ছাসেবী সংস্থা।
এই ক্ষেত্রে স্থানীয় থানার মাধ্যমে আদালতের বিচারকের নির্দেশেই ওই মানসিক রোগীদের হাসপাতালে ভর্তি করানো যাবে। শুক্রবার জলপাইগুড়ি জেলা আইনি সহায়তা কেন্দ্রের উদ্যোগে এক আলোচনা সভায় এই কথা বলেন জলপাইগুড়ি জেলা আইনি সহায়তা কেন্দ্রের সচিব তথা বিচারক অস্মিতা সমাজদার।
সভায় তিনি বলেন, জেলা হাসপাতালের মানসিক বিভাগের সঙ্গেই এখন থেকে মানসিক ভাবে অসুস্থদের আইনি সহায়তা দিতে বিশেষ কেন্দ্র চালু করা হবে।
জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জগন্নাথ সরকার বলেন, আমাদের কাছে এই ধরনের রোগীদের চিকিৎসা করানোতে সমস্যা হচ্ছে। উত্তরবঙ্গের কোথাও আজও মানসিক হাসপাতাল গড়ে তোলা হয় নি। কোচবিহারে তুফানগঞ্জের মানসিক হাসপাতাল এখনও চালু হয়নি। দ্রুত এই বিষয়ে উদ্যোগী হতে হবে আমাদের।
সূত্র: কলকাতা ২৪x৭

Previous articleবিএসএমএমইউ মনোরোগবিদ্যা বিভাগের জানুয়ারী মাসের বৈকালিক সেবা সময়সূচি
Next articleসোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কিশোরদের তুলনায় কিশোরীরা বেশি বিষণ্ণতায় ভোগে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here