মস্তিষ্কে মদ এবং প্রেমের একই প্রভাব!

ভালোবাসার বিজ্ঞান

অনেকেই বলে থাকে ‘প্রেমে পড়ে পাগল হয়ে গেছে’। বিষয়টি একদমই পাগলামি না। আমাদের মস্তিষ্কে মদ এবং প্রেমের প্রভাব একই, অন্তত এমনটিই দাবি করছেন গবেষকরা।
আমাদের শরীরের অক্সিটোসিন (Oxytocin) হরমোন (সম্পর্কের বন্ধন তৈরি, অর্গাজম বা রাগমোচন ও আলিঙ্গনের সময় পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় বলে একে প্রায়শই ভালোবাসার হরমোন বলা হয়) এবং মদের কারণে কী কী পার্থক্য হয় তা বিশ্লেষণ করেছেন গবেষকরা।
দেখা গেছে, দু’টিই আমাদের আনন্দিত করে, একইভাবে দুঃখ দেয় পাশাপাশি অন্যান্য প্রভাবেও মিল খুঁজে পান তারা।
সম্প্রতি একটি জার্নালে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
ডা. আইয়ান মিসেল গবেষণাটিতে নেতৃত্ব দেন। প্রতিবেদনে তিনি বলেন, কৌতুহল থেকেই দুইটি বিষয় নিয়ে আমরা গবেষণা শুরু করি।
যদিও দু’টি বিষয়ই আলাদা। কিন্তু আমাদের মস্তিষ্কে এর প্রভাব একই। বিশেষত উদ্বিগ্ন এবং অস্থির অবস্থায়। এমন মানসিক পরিস্থিতিতে দু’টিই আমাদের প্রশান্তি দেয়।
কারণ ব্যাখ্যা করতে গিয়ে মিসেল বলেন, মদ খাওয়ার পরে এটি আমাদের স্নায়ুকে শিঁথিল করে দেয়। ফলে আমরা মানসিক বিধ্বস্ততা কাটিয়ে উঠতে পারি। মস্তিষ্কে অক্সিটোসিনও একই প্রভাব ফেলে। স্নেহ বা প্রেম মদের মতোই আমাদের প্রশান্তি দেয় এবং স্থির করে।
এ ক্ষেত্রে বলা যেতে পারে, প্রেমেও মানুষ ‘মাতাল’ হয়, যোগ করেন মিসেল।

Previous articleবিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণে শিশুর দ্রুত মেধা বিকাশ
Next articleশৈশবের আবেগপ্রবণতা থেকে হাইপারটেনশন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here