বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ উপলক্ষে কুমিল্লার মডেল মানসিক হাসপাতালে ১০ অক্টোবর, বুধবার, এক বিশেষ র্যালী ও মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছরের দিবসটির প্রতিপাদ্য ছিল “কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার এখনই সময়।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. মো. হারুন অর রশিদ, চাঁদপুর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডা. মো. ওমর ফারুক, ডা. মো. আবু বকর সিদ্দিক, ডা. মো. নাছির উদ্দীন খান, ডা. মো. মশিউর রহমানসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রধান আলোচক হিসেবে অধ্যাপক ডা. মো. হারুন অর রশিদ বলেন, “বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের মূল বার্তা হলো কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া এখন সময়ের দাবি। সকল পেশার মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক রোগের চিকিৎসা গ্রহণও সমান গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে সিনিয়র ম্যানেজারদের অধীনস্থ কর্মীদের চাপমুক্ত রাখার বিষয়েও সচেতন হওয়া উচিত।” তিনি মডেল মানসিক হাসপাতালের গত আট বছরের কুসংস্কার রোধ এবং জনসচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করেন।
ডা. মো. ওমর ফারুক তাঁর বক্তব্যে সামাজিক কুসংস্কার দূর করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, “আমাদের সমাজের মানুষকে মানসিক রোগের চিকিৎসা সম্পর্কে সচেতন করতে হবে। সরকারি ও বেসরকারি উভয়ভাবে সম্মিলিত প্রচেষ্টায় মানসিক স্বাস্থ্য সেবা এগিয়ে নিতে হবে।”
এছাড়াও, মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. বেলায়েত হোসেন ভূঁইয়া এই বিষয়গুলো নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সেবার উন্নয়নে বিশেষজ্ঞদের সম্মাননা জানানো হয় এবং সমাজে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
আরও দেখুনঃ