১০ অক্টোবর সারাবিশ্বে একযোগে পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য “অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য”। বাংলাদেশেও দিবসটি পালনে সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বর্ণাঢ্য আয়োজনে ৩০ তম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করেছে কুমিল্লা মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগ।
দিবসটি উপলক্ষে ১০ অক্টোবর সকালে বর্ণাঢ্য র্যালির পর কুমিল্লা মেডিক্যাল কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে আলোচনার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সেবার পরিধি বাড়ানোর জোর দাবি জানান।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. শহিদুল ইসলাম।
সভায় কুমিল্লা মেডিক্যাল কলেজ এর বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক চিকিৎসক, শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ অংশগ্রহণ করেন।
আয়োজনে সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন:করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে