গতকাল ২ নভেম্বর (বুধবার) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহিদ ডাঃ মিলন হলে উক্ত বিশ্ববিদ্যালয় মনোরোগবিদ্যা বিভাগের ওসিডি ক্লিনিকের উদ্যোগে ওসিডি রোগের “এক্সপোজার এন্ড রেসপন্স প্রিভেনশন (ইআরপি)” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাঃ ঝুনু শামসুন্নাহারের সভাপতিত্বে উক্ত সেমিনারের প্রধান অতিথি ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ডাঃ কামরুল হাসান খান। বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর সভাপতি প্রফেসর ডাঃ গোলাম রাব্বানী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ডাঃ রোকেয়া সুলতানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজির সম্মানিত চেয়ারম্যান ডঃ মোঃ কামরুজ্জামান মজুমদার।
আলোচনায় বক্তারা বলেন, ওসিডি বা অবসেসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার রোগে ওষুধের পাশাপাশি এক্সপোজার এন্ড রেসপন্স প্রিভেনশন (ইআরপি) বিহেভিয়ার থেরাপি হিসেবে দেয়া হয়ে থাকে। সাধারণত রোগীর অবস্থা বুঝে ১০ থেকে ১২টি সেশনে ইআরপি থেরাপি দেয়া হয়ে থাকে। যার প্রতিটি সেশনের সময়সীমা থাকে ৪০ থেকে ৫০ মিনিট।
সেমিনারের দ্বিতীয় পর্বে ছিল দর্শক শ্রোতাদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠান ও প্রশ্নোত্তর পর্ব।
সেমিনারটির সার্বিক সহযোগিতায় ছিল বেসরকারি ওষুধ নির্মাতা ও বিক্রয় প্রতিষ্ঠান ইউনিমেড ফার্মাসিউটিক্যাল।
প্রতিবেদক, মনেরখবর.কম
লক্ষ্য করুন- মানসিক স্বাস্থ্য বিষয়ক খবর বা প্রেস রিলিজও আমাদের পাঠাতে পারেন। বৈজ্ঞানিক সেমিনার, বিশেষ ওয়ার্কশপ, সাংগঠনিক কার্যক্রমসহ মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কোনো খবর পাঠাতে news@www.monerkhabor.com এই ইমেইলটি ব্যবহার করতে পারেন আপনারা।