শিশু বিকাশের জন্য বিশেষায়িত সেবা কেন্দ্র “নার্চার নেস্ট”-এর যাত্রা শুরু

0
30
শিশু বিকাশের জন্য বিশেষায়িত সেবা কেন্দ্র “নার্চার নেস্ট”-এর যাত্রা শুরু

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নত সেবা ও সামগ্রিক বিকাশ নিশ্চিত করতে রাজধানীর ধানমন্ডিতে চালু হয়েছে বিশেষায়িত সেবা কেন্দ্র “নার্চার নেস্ট”। ৫ ফেব্রুয়ারি বুধবার আনুষ্ঠানিকভাবে এ কেন্দ্রের উদ্বোধন করা হয়। দেশের বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ও শিশু নিউরোলজি বিশেষজ্ঞদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এম এ সালামের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এস এম মোরশেদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডা সামিনা হক এবং ডা তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার, অধ্যাপক ডা. মো. ফারুক আলম, অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. কামরুল হাসান, অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ এবং ডা. মো. মাহবুবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মহসিন আলী শাহস হ বিশিষ্ট চিকিৎসক ও বিশেষজ্ঞরা।

নার্চার নেস্ট বাংলাদেশের প্রথম বেসরকারি ওয়ান স্টপ শিশু বিকাশ কেন্দ্র, যা বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেড (BPCL)-এর তত্ত্বাবধানে পরিচালিত। ২০২১ সাল থেকে BPCL মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে এবং এই নতুন সেবাকেন্দ্রের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য উন্নততর সেবা নিশ্চিত করা হবে।

এই কেন্দ্র থেকে বিকাশজনিত ও আচরণগত সমস্যার সম্মুখীন শিশুদের জন্য রোগ নির্ণয়, কাউন্সেলিং, বিশেষায়িত যত্ন ও থেরাপিউটিক সেবা প্রদান করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন নার্চার নেস্টের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, “ইদানিং আমরা নেচারকেই গুরুত্ব দিয়ে থাকি, তা না করে নেচার এবং নার্চারকে সমান গুরুত্ব দিয়ে সমন্বয় করা প্রয়োজন। সুতরাং নার্চারকে কিভাবে বিকশিত করা যায় তা নিয়ে ভাবা উচিত। এই প্রতিষ্ঠানের মাধ্যমে সামনে ভালো কিছু হবে, এটাই আশা করি।”বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেড (BPCL)-এর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ ধরনের একটি কেন্দ্র খুবই প্রয়োজনীয়। এখানে সেবা নিতে এসে কেউ যেন হতাশ না হন, সবাই যেন প্রয়োজনীয় সেবা পান এবং এই কেন্দ্রের পরিসর আরও বৃদ্ধি পাক—এটাই কামনা করি।”নার্চার নেস্টের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে ডা. রাহানুল বলেন, “এটি মাত্র শুরু। আপনাদের পরামর্শ ও সহযোগিতা পেলে আমরা সাইকিয়াট্রির ক্ষেত্রে নতুন এক অধ্যায় রচনা করতে পারব।”শিশু সাইকিয়াট্রির ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি উল্লেখ করে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. কামরুল হাসান বলেন, “আমি মনে করি, এটি আমাদের দেশের অন্যতম সেরা শিশু সাইকিয়াট্রি ইনস্টিটিউট হতে পারে।”

সবাইকে নার্চার নেস্টের পাশে সবসময় থাকার আহ্বান করে অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার বলেন, “নার্চার নেস্ট মানে পরিচর্যার নীড়। এটি একটি স্বয়ংসম্পূর্ণ সেবা কেন্দ্র, যেখানে এক ছাদের নিচে শিশুর সবধরনের চিকিৎসা ও বিকাশের ব্যবস্থা রয়েছে। আমরা একই জায়গায় অনেকগুলো সেবা নিয়ে কাজ করছি। এটি সবাইকে জানান এবং আমাদের মূল্যবান পরামর্শ দিন।” অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম নার্চার নেস্ট নিয়ে তার আশা ব্যক্ত করে বলেন, “এটি একটি মহৎ উদ্যোগ। যদি এখানে ভালো সেবা নিশ্চিত করা যায়, তবে কেউই ‘নার্চার নেস্ট’-কে পেছনে ফেলতে পারবে না। যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তাঁরা কর্মজীবনে সফল, তাই আমি নিশ্চিত যে এই প্রতিষ্ঠানও সফল হবে।”অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করে অধ্যাপক ডা. এম এ সালাম বলেন, “আমাদের সততা ও নিষ্ঠার মাধ্যমে আমরা মানুষের সেবা করতে চাই। এটি একটি ইউনিক প্রতিষ্ঠান, বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই। আমরা আপনাদের দোয়া ও পরামর্শ চাই, যাতে এই প্রতিষ্ঠানকে সফল করে তুলতে পারি।”

সমাপনী বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানেন অধ্যাপক ডা. মহসিন আলী শাহ। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে নেচার নেস্টের পাশে থাকার আহ্বান জানান।

এই কেন্দ্রের অন্যতম বৈশিষ্ট্য হলো এক জায়গায় সবধরনের শিশু বিকাশ ও মানসিক স্বাস্থ্যসেবা প্রদান। এখানে নিম্নলিখিত সেবাসমূহ পাওয়া যাবে—

  • অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস (ABA) থেরাপি
  • অকুপেশনাল থেরাপি
  • স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি
  • ডে কেয়ার সুবিধা
  • সাইকোথেরাপি ও চিকিৎসা পরামর্শ
  • প্যারেন্ট ট্রেনিং ও শিশুর যত্ন প্রদানকারীদের প্রশিক্ষণ

এর ফলে অভিভাবকদের বিভিন্ন কেন্দ্রে ছুটতে হবে না, বরং একই স্থানে সব ধরনের সেবা পাওয়া যাবে।

নার্চার নেস্টের উদ্যোক্তারা বলেন, “আমরা বিশ্বাস করি প্রতিটি শিশু অনন্য এবং তার নিজস্ব সক্ষমতা রয়েছে। যদি সেই সক্ষমতা সঠিকভাবে নির্ণয় করা যায় এবং প্রয়োজনীয় সব থেরাপি একসঙ্গে প্রদান করা হয়, তবে আর বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে না। দেশেই আন্তর্জাতিক মানের সেবা পাওয়া যাবে।”

শিশুদের পূর্ণাঙ্গ বিকাশে সহায়ক এই সেবাকেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.nurturenestbd.com অথবা যোগাযোগ করুন ০৯-৬০৪-৬০৪-৬০৪ নম্বরে।

আরও দেখুন-

Previous articleপ্রিয়জনের আকস্মিক মৃত্যুর পর কখন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে?
Next articleপরার্থপরতাঃ প্রয়োজনীয় না অহেতুক?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here