যাইহোক, আপনার এই রোগটির চিকিৎসার জন্য বেশকিছু পরীক্ষা নিরীক্ষাও করানো দরকার, যেনম আপনার হরমোনের কোনো সমস্যা আছে কিনা, হার্টের বা অন্য কোনো সাধারণ সমস্যা আছে কিনা। কোনো সমস্যা না থাকলে আপাতত টেবলেট-আরপোলাক্স ২০ মিগ্রা, সকালে একটা করে (নাস্তার পর) শুরু করতে পারেন। সেই সাথে রিলাক্সেশন শিখে নেয়া দরকার।আপনার চিন্তার পরিবর্তন করানোর জন্য সাইকোথেরাপীও কাজ করবে। যেখানেই থাকেন, ওষুধ শুরু করার দুই-তিন সপ্তাহ পর সরাসরি দেখা করে চিকিৎসা নিতে পারেন। রিলাক্সেশন টেকনিকও শিখে নিতে হবে। ভালো থাকেন। মনের খবরের সাথেই থাকেন।
এগারোফোবিয়া সর্ম্পকে আরো জানতে নিচের লিংক দেখুন:
https://monerkhabor.com/mental-health/2015/09/20/2591/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%95-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%ad%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be/[/vc_message]
ইতি,
প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
চেয়ারম্যান ও অধ্যাপক – মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সেকশন মেম্বার – মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
কোঅর্ডিনেটর – সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।
সম্পাদক – মনের খবর। চেম্বার তথ্য – ক্লিক করুন