যেহেতু তিন মাস পাড় হয়ে গেছে সুতরাং প্রয়োজনীয় ওষুধ নিতেও এখন আর খুব বেশি সমস্যা হবে না। অনেকে অনেক কথা বলবেন, এসবে কান দিবেন না। মনে রাখবেন, যা আপনি নিজেই লিখেছেন, একজন মানুষ এমনি এমনিই অসংলগ্ন আচরণ করেন না। তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। হতে পারে সেটা খুবই সামান্য। কিন্তু অসংলগ্ন যে আচরণই করুক সেটা ঠিক করা দরকার। একজন মানুষ দিন দিন টেনশন করবে, টেনশন বাড়বে, আচরণ আর কথাবার্তায় অস্বাভাবিকতা বাড়বে সেটা আমরা কেউই আশা করিনা। দ্রুত ব্যবস্থা নিন, আগত শিশুটির জন্যও সেটা মঙ্গল হবে। আপনাকে আগাম শুভেচ্ছা।[/vc_message]
ইতি,
প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
চেয়ারম্যান ও অধ্যাপক – মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সেকশন মেম্বার – মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
কোঅর্ডিনেটর – সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।
সম্পাদক – মনের খবর।
ইতি,
প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
চেয়ারম্যান ও অধ্যাপক – মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সেকশন মেম্বার – মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
কোঅর্ডিনেটর – সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।
সম্পাদক – মনের খবর।