জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউট ও হাসপাতাল একটি সরকারী হাসপাতাল। হাসপাতালটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়।
ঠিকানা এবং অবস্থান: জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউট ও হাসপাতাল, শেরে বাংলা নগর, ঢাকা।
টেস্ট
এখানে মানসিক রোগীদের যে ধরনের টেস্ট বা পরীক্ষা করা হয় সেগুলো হলো: এক্সরে, সিটি স্ক্যান এবং প্যাথলজী।
রোগী ভর্তি
হাসপাতালে কোন রোগীকে ভর্তি করার জন্য প্রথমে অনুসন্ধান কেন্দ্রে যোগাযোগ করতে হয়। ১৫ টাকার বিনিময়ে ফরম পূরণ করতে হয়। তারপর রোগীকে ডাক্তারের নির্দেশনা মতে ভর্তি নেওয়া হয়।
বহির্বিভাগ চিকিৎসা
এই হাসপাতালে বহির্বিভাগ সাধারনত মানসিক সমস্যাগ্রস্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। বহির্বিভাগ ডাক্তার দেখানোর জন্য ১০ টাকা মূল্যের টিকিট ক্রয় করতে হয়। বহির্বিভাগ মোট ৯ জন ডাক্তার বসেন।
এ্যাম্বুলেন্স সার্ভিস
মানসিক হাসপাতালে সরকারী কোন এ্যাম্বুলেন্স সুবিধা নেই।
কেবিন ও ওয়ার্ড |
|
ওয়ার্ড |
৮টি |
কেবিন |
৪৫টি |
রোগীর আসনসংখ্যা |
৩৯০টি |
খরচ |
|
কেবিন ভর্তি ফি |
১৫ টাকা |
কেবিন ভাড়া (দৈনিক) |
৩৭৫ টাকা |
এককালীন ১০ দিনের জন্য কেবিন ভাড়া |
৩৭৫০ টাকা |
পেয়িং বে ফি |
২২৫ টাকা |
পেয়িং বে ভর্তি ফি |
১৫ টাকা |
উল্লেখ্য যে,কেবিন বা ওয়ার্ড পেতে অনুসন্ধান কেন্দ্রে যোগাযোগ করতে হয়। সব সময় সিট পাওয়া যায়।
নার্স এবং ব্রাদার
হাসপাতালে মোট নার্স সংখ্যা ১৫৫ জন। ব্রাদার নিয়োজিত রয়েছেন ১৫ জন। নার্স এবং ব্রাদার উভয়ই প্রশিক্ষিত।
গরীব রোগীদের সুবিধা
এখানে গরীব রোগীদের জন্য অনেক সুবিধা রয়েছে। থাকা-খাওয়া,ঔষধ,বিভিন্ন প্রয়োজনীয় টেস্ট,মানসিক সাপোর্ট ইত্যাদি সেবায় কোন ফি দিতে হয়না।
ঔষধের দোকান
হাসপাতালের নিজস্ব ঔষধের দোকানটি ভবনের নিচতলায় অবস্থিত। এখানে দেশী-বিদেশী সব ধরনের ঔষধ পাওয়া যায়। ঔষধ ক্রয়ের ক্ষেত্রে ডিসকাউন্ট প্রদান করা হয়। এখান থেকে বিনামূল্য গরীব রোগীদের ঔষধ সরবরাহ করা হয়।
অগ্নি নির্বাপন ব্যবস্থা
হাসপাতালটির অগ্নি নির্বাপন এবং নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা রয়েছে। প্রতিটি ফ্লোরে ফায়ার এক্সিটের ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে ফায়ার সার্ভিসের ব্যবস্থা রাখা হয়েছে।
অনিয়ম বা অভিযোগ
হাসপাতালে কোন অনিয়ম দেখা গেলে বা রোগীদের সাথে খারাপ আচরণ করলে আনুষ্ঠানিক ভাবে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট লিখিত ভাবে অভিযোগ করতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখে থাকেন।
গাড়ি পার্কিং
গাড়ি পার্কিংয়ের জন্য নিজস্ব পার্কিং ব্যবস্থা রয়েছে। এখানে প্রায় ১০০টি গাড়ি পার্ক করা যায়। গাড়ি পার্কিংয়ের জন্য কোনরূপ চার্জ পরিশোধ করতে হয় না।
বিবিধ
- রোগীদের ও অন্যান্য সকলের জন্য নামাযের ব্যবস্থা রয়েছে।
- গাড়ী পাকিং এর ব্যবস্থা রয়েছে।
- নিয়মিত চিকিৎসা সেবা পাওয়া যায়।