দেশের অন্যতম বহুল পঠিত মানসিক স্বাস্থ্য বিষয়ক মাসিক ম্যাগাজিন মনের খবর এর ২০২১ সালের এপ্রিল সংখ্যা প্রকাশিত হয়েছে। অন্যান্য সংখ্যার মত এবারের সংখ্যাটিও একটি বিশেষ বিষয়ের উপর প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। আর এবারের সংখ্যায় প্রাধান্য পাওয়া বিষয়টি হল- চিন্তা শক্তি । এবারের ম্যাগাজিনে চিন্তা শক্তি বিষয়ক লেখার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে লিখেছেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞগণ।
যা রয়েছে “মনের খবর”এপ্রিল সংখ্যায়–
“চিন্তা শক্তি”– শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহকারী অধ্যাপক ডা. মুনতাসির মারুফ।
“কল্পনা-প্রতিভার বিকাশ”– শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞ ও কথাসাহিত্যিক অধ্যাপক ডা. মোহিত কামাল।
বিশেষ সাক্ষাৎকার বিভাগে রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মা শেখ তাসলিমা মুন এর সাক্ষাৎকার।
বিশেষ আয়োজ বিভাগে রয়েছে “অটিজমের আধুনিক চিকিৎসা” শিরোনামে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. টুম্পা হালদার এর লেখা।
“চিন্তার বিভিন্ন রোগ”– শিরোনামে মানসিক রোগ বিভাগে লিখেছেন ঢাকা কমিউনিটি হাসপাতাল এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সৃজনী আহমেদ।
“দুঃশ্চিান্তার চিকিৎসা” শিরোনামে মানসিক রোগ চিকিৎসা বিভাগে লিখেছেন ফরিদপুর মেডিক্যাল কলেজ এর মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. মেজবাউল খাঁন ফরহাদ।
“শিশুর কল্পনাশক্তির বিকাশ ঘটাবে কীভাবে” শিরোনামে শিশুমন ও অভিভাবক্ত বিভাগে লিখেছেন মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. জেসমিন আখতার।
মাদকাসক্তি বিভাগে “নেশার চিন্তা থেকে মুক্তির উপায়” শিরোনামে লিখেছেন মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. সুলতান-ই-মনজুর।
মনস্তত্ত্ব বিভাগে উইলিয়াম শেক্সপিয়র এর মনস্তত্ত্ব নিয়ে লিখেছেন ডা. সৌবর্ণ রায় বাঁধন।
“চিন্তা কৌশলের খেলা” শিরোনামে ক্রীড়া ও মন বিভাগে লিখেছেন ডা. জুরদি আদম।
পেশা ও মন বিভাগে “পেশায় কল্পনা-ক্ষমতার প্রয়োজনীয়তা ও প্রয়োগ” শিরোনামে লিখেছেন সাইকোলজিস্ট ফিরোজ শরীফ।
“যৌনচিন্তা বারবার আসা যৌক্তিক নাকি অযৌক্তিক”-শিরোনামে যৌনস্বাস্থ্য-সম্পর্ক বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনরোগবিদ্যা বিভাগের কনসালটেন্ট ডা. এস এম আতিকুর রহমান।
“শিশুদের কল্পনার জগৎ রুপকথা এবং বাস্তবতার মিশেল”– শিরোনামে গবেষণা বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট এমডি (চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট সাইকিয়াট্রি) ডা. সাদিয়া আফরিন।
“প্রযুক্তি নির্ভরতা কি শিশুর কল্পনাশক্তির বিকাশকে বাধাগ্রস্ত করছে” বিষয়ে মনোসামাজিক বিশ্লেষণ বিভাগে কথা বলেছেন বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।
এছাড়াও মনের খবর জানুয়ারি সংখ্যায় পাঠকরা টিপস বিভাগে পাবেন “অবাঞ্চিত কল্পনা থেকে মুক্ত থাকবেন কীভাবে” শিরোনামে মাহজাবিন শান্তা’র লেখা।
দেশের খবর এর পাশাপাশি প্রতিসংখ্যার মত এই সংখ্যায়ও বিভিন্ন জটিল বিষয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন দেশের খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞগণ।
করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে