ঢাকার ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য নাজমুল করিম চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী ফারইস্ট ইউনিভার্সিটির উপাচার্যের বিষয়টি নিশ্চিত করেন।
নাজমুল করিম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন অধ্যাপক ছিলেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার প্রথম প্রহরে তার মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান।
তিনি বলেন, “উনার করোনাভাইরাস পজিটিভ ছিল, ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। আমাদের সাথে যোগাযোগ করায় দুই-তিন দিন আগে আমরা নিয়ে এসেছিলাম।
“প্রথম থেকেই উনার অবস্থা খারাপ ছিল, আইসিইউতে ছিলেন। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু বাঁচানো যায়নি।”
এর আগে ঢাকায় গত ৩ মে হেমাটোলজিস্ট অধ্যাপক ডা. মনিরুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
মানিসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকন সর্তক থাকুন