বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ উপলক্ষে ১০ অক্টোবর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল “কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার এখনই উপযুক্ত সময়”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবুল বাশার মো. আব্দুল মতিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুল হাই চৌধুরী, চেয়ারম্যান, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. মো. ফারুক আলম, অধ্যাপক ডা. মোহিত কামাল, অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল-মামুন এবং অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন।
আলোচনা সভায় বক্তারা কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, মানসিক স্বাস্থ্য সুরক্ষা কর্মীদের কাজের গতি ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একে উপেক্ষা করলে তা কর্মক্ষেত্রে চাপ, উদ্বেগ এবং হতাশার জন্ম দেয়, যা কর্মীদের শারীরিক এবং মানসিক সুস্থতাকে ব্যাহত করতে পারে।
অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী, ডাক্তার, ইন্টার্ন এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন, যারা সকলে মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
আরও দেখুনঃ