‘যুদ্ধ ও আর্থিক দুরবস্থা মানসিক স্বাস্থ্য অবনতির অন্যতম প্রধান কারণ। চলমান যুদ্ধ-সংঘাতসৃষ্ট অর্থনৈতিক বিপর্যয় বিশ্বের প্রতিটি ঘরে ঘরে হানা দিচ্ছে। আমরা চাই যুদ্ধ বন্ধ হোক। কেননা, মন ভালো থাকলে শরীর ভালো থাকে। ভালো থাকার বিকল্প কিছু নেই।’
আজ সোমবার (১০ অক্টোবর) বিশ্বা মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত মনোরোগ বিশেষজ্ঞরা এসব কথা বলেন। এনআইএমএইচ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) যৌথভাবে এ সভার আয়োজন করে।
দিবসটি উপলক্ষ্যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটে (এনআইএমএইচ) সকাল ১০ টায় র্যালি বের হয়। র্যালি শেষে বেলা ১১টায় এনআইএমএইচ এর কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এনআইএমএইচ এর পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, নিউরো-ডেভেলপমেন্টাল ডিজ্যাবিলিটি প্রোটেকশন ট্রাস্টি বোর্ড এর চেয়ারপার্সন অধ্যাপক ডা. গোলাম রব্বানী, এনআইএমইচ এর সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল, সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, বিএপির সহ-সভাপতি ব্রি.জে. (অব) অধ্যাপক ডা. আজিজুল ইসলাম, বিএসএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ প্রমুখ।
বিএপির সাধারণ সম্পাদক ও এনআইএমএইচ এর সহযোগী অধ্যাপক ডা. তারিকুল আলম এর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সাইকিয়াট্রিস্টস ডা. তাইয়েব ইবনে জাহাঙ্গীর।
এসময় বক্তারা বলেন, দেহ ভালো রাখতে হলে মনকে গুরুত্ব দিতে হবে। মন ভালো থাকলে শরীর ভালো থাকে।
ভালো থাকার বিকল্প আর কিছু নেই। আমরা চাই যুদ্ধ বন্ধ হোক। কারণ, বিশ্বজুড়ে অর্থনৈতিক বিপর্যয়ও ভালো থাকতে না-পারার অন্যতম একটি কারণ এ সময়ে। চলমান যুদ্ধ-সংঘাতসৃষ্ট অর্থনৈতিক বিপর্যয় হানা দিচ্ছে বিশ্বের প্রতিটি ঘরে ঘরে। তবু আমরা ভালো থাকতে চাই। চাই মানুষের মন ভাল থাকুক। মানুষ শান্তিতে থাকুক।
আমরা চাই সবাই মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিক।
উল্লেখ্য, ‘সবার মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার’ শীর্ষক প্রতিপাদ্যে আজ সোমবার বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘বিশ্ব মানকি স্বাস্থ্য দিবস’। বাংলাদেশও বিভিন্ন মেডিকেলে কলেজ, হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
/এসএস/মনেরখবর/