কিশোরী মেয়েদের মাসিক নরমালি ১০ থেকে ১৩ বছরের মধ্যে শুরু হতে পারে। ফ্যামিলিতে কারো যদি আগে আগে শুরু হয় তাহলে দেখা যায় ১০ বছরের মধ্যে শুরু হয়ে যায়। কারো ক্ষেত্রে সেটা দেরি হয়।
মাসিক হঠাৎ করে শুরু হয় না। শারীরিক পরিবর্তন হয় আগে। শারীরিকভাবে লম্বা হবে, ব্রেস্ট ডেভেলপমেন্ট শুরু হয়। তারপর শেষ স্টেজে মাসিক শুরু হয়। এটা স্বাভাবিক প্রক্রিয়া কিশোরীদের এতে ভয় পাওয়ার কিছু নেই।
বুধবার (২৯ জুন) মনের খবর টিভিতে ‘কিশোরীদের মাসিক সমস্যা’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন, এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অবস এন্ড গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডা. অনুরাধা কর্মকার।
এসময় ডা. অনুরাধা বলেন, ‘মাসিক হলে এই বয়সী মেয়েদের অনেক ভয় হয়, মনে শংকা জাগে। তাদের উদ্দেশ্যে পরিবার আগে থেকে সতর্কতা অবলম্বন করতে পারে। তাদেরকে বলবো, আপনার পরিবারে ৮ থেকে ৯ বছরের যে ছোট মেয়ে আছে তাকে ধারণা দিয়ে রাখুন যে, মাসে মাসে তোমার এই ধরণের ব্লাড যেতে পারে। এটা খুবই স্বাভাবিক এতে ভয় পাওয়ার কিছু নেই।’
‘কিশোরী মেয়েরা অনেক সময় স্কুলে থাকতে পারে বা বাইরে কোথাও থাকতে পারে সেসময় মাসিক শুরু হয়ে গেলে তারা ভয় পেয়ে যেতে পারে। সুতরাং তাদের অভয় দিতে পরিবারের মায়েদের বা বড় বোন বা অন্য কোনো নিকটজন কিশোরীদের এই ধারণা দিয়ে রাখতে পারেন।’ বলছিলেন ডা. অনুরাধা কর্মকার।
তিনিআরো বলেন, কারো কারো ক্ষেত্রে মাসিক মাসে মাসে নাও হতে পারে এতে শংকিত হওয়ার কিছু নেই। অনেকের ক্ষেত্রেই হতে পারে। এটাও স্বাভাবিক বিষয়।
‘ACME নারী স্বাস্থ্য সচেতন : সুস্থ্যতা আজীবন’ শীর্ষক অনুষ্ঠানের এই পর্ব স্পন্সর ছিলো Feminor (Norethisterone BP 5 mg Tablet) & Folix 5 (Folinic Acid 5 mg tablet), মিডিয়া পার্টনার Moner Khabor TV (মনের খবর টিভি)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, এনাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফারিহা কামাল মৌলি। সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখতে ক্লিক করুন :