‘‘মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা মানুষের দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে হবে। বিভিন্ন অসক্তি প্রতিরোধের ব্যাপারে জনসচেতনতা তৈরি করতে হবে। নিজের এবং পাশের মানুষের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে।’’
বসুন্ধরাস্থ নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাসে আয়োজিত মানসিক স্বাস্থ্য বিষয়ক এক সেমিনারে সভাপতির বক্তব্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম ইসমাইল হোসেন এ কথা বলেন।
তিনি বলেন, মানসিক স্বাস্থ্য সচেতনতা মানুষের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। প্রত্যেকটা মানুষের মানসিক স্বাস্থ্য ভালো থাকার নিশ্চয়তার জন্য সচেতনতা জরুরি। কেননা, মানসিক স্বাস্থ্য ভালো না থাকলে সুস্থ ও সুখী জীবনযাবন সম্ভব হয় না।
মঙ্গলবার (১ নভেম্বর) বিকেল ৩টায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের ইয়ুথ ফর হেল্থ এন্ড ওয়েল বিয়িং এবং নর্থ সাউথ ইউনিভাসিটির যৌথ উদ্যোগে মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় এবং সকল ধরণের আসক্তির লক্ষণ প্রতিরোধের উপায় নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা আহ্ছানিয়া মিশন এর স্বাস্থ ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন নর্থ সাউথ ইউনিভাসিটির গ্লোবাল হেল্থ ইন্সিটিউট এর ভারপ্রাপ্ত পরিচালক ড. এজাজ বিন শরীফ এবং ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলী।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল মাসুদ বলেন, বয়সন্ধিকালে শিশুদের মানসিক স্বাস্থ্যের যত্ন অত্যাবশ্যক। ঢাকা আহ্ছানিয়া মিশনের নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনবার্সন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য মতে জানা যায়, নারীদের আসক্তির পরিমাণ ক্রমন্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এর থেকে বেরিয়ে আসার জন্য জনসচেতনতামূলক কার্যক্রম অত্যাবশ্যক।
এসময় মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় এবং বিভিন্ন আসক্তির লক্ষণ, প্রতিরোধের উপায় এর পাশাপাশি পরিবার, স্কুল, কলেজ কর্তৃপক্ষ আসক্তি প্রতিরোধে কী কী উদ্যোগ নেওয়া যেতে পারে সে বিষয়ে আলোকপাত করেন ডা. হেলাল উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভাসিটির স্কুল অব হেলথ্ এন্ড লাইফ সাইন্সের ডীন ড. হাসান মাহমুদ রেজা।
অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির দুইশত শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। সমাপনী বক্তব্য রাখেন নর্থ সাউথ ইউনিভার্সিটির পাবলিক হেল্থ ডিপার্টমেন্ট এর প্রফেসর ড. দীপক কুমার মিত্র।
/এসএস/মনেরখবর/