শেষ হলো দুইদিনব্যাপী মনোরোগ বিশেষজ্ঞ সম্মেলন

0
100
র‌্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণী শেষে বিজয়ী ও অতিথিরা

প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হলো মনোরোগ বিশেষজ্ঞদের বৃহৎ সম্মেলন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর ১১তম আন্তর্জাতিক সাইকিয়াট্রি কনফারেন্সের সাথে এবার যুক্ত হয় ১৩তম সার্ক সাইকিয়াট্রি সম্মেলন। অর্থাৎ এবারই প্রথম বাংলাদেশে সার্ক সাইকিয়াট্রি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিলো।

২৯-৩০ সেপ্টেম্বর, বৃহস্পতি ও শুক্রবার দুইদিনব্যাপী এ সম্মেলন চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হয়। ‘বর্তমান বিশ্বে মানসিক স্বাস্থ্য পরিচর্যা: চ্যালেঞ্জ ও প্রতিরোধমূলক কৌশল’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এবারের সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিএপি প্রেসিডেন্ট অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরীর সভাপতিত্বে ও ডা. তারিকুল আলমের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড  ওয়ার্ল্ড সাইকিয়াট্টিক অ্যাসোসিয়েশন- ‘ডব্লিউপিএ’র প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আফজাল জাভেদ, ‘সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশন‘ (এসপিএফ) এর সভাপতি ডা. গৌতম সাহা, অধ্যাপক এ এইচ এম মোস্তাফিজুর রহমান, অধ্যাপক সন্দীপ গ্রোভার (ভারত), অধ্যাপক ডা. সৈয়দ মাহফুজুল হক, অধ্যাপক ডা. গোলাম রব্বানী, অধ্যাপক এম.এ মোহিত কামাল, অধ্যাপক ডা. এস.আই মল্লিক, অধ্যাপক এম.এম.এ সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব, অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, অধ্যাপক ডা. ব্রি.জেনারেল (অব) আজিজুল ইসলাম, অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার, ডা. হেলাল উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. সি.পি সেডাইন (নেপাল), অধ্যাপক ডা. প্রদিপ কুমার সাহা (ভারত), অধ্যাপক ডা. মৃগেশ বৈষ্ণব (ভারত), অধ্যাপক ডা. মোয়াদাদ এইচ রানা (পাকিস্তান), অধ্যাপক ডা. শাহিন উইলিয়ামস (শ্রীলংকা), অধ্যাপক ডা. নির্মল লামিচানে (নেপাল) প্রমুখ।

র‌্যফেল ড্র এবং পুরস্কার বিতরণী শেষে বিজয়ী ও অতিথিরা

কোভিড পরবর্তী সময়ে মানসিক রোগের নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নিয়ে দিকনির্দেশনামূলক গবেষণা প্রবন্ধসহ বৈশ্বিভাবেক মানসিক রোগের নানা রুপ ও চ্যালেঞ্জ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা নিজেদের গবেষণা উপস্থাপন করেন।

দুইদিনব্যাপী এই আন্তর্জাতিক সাইকিয়াট্রি সম্মেলনে দেশ বিদেশের কয়েক শতাধিক মনোরোগ বিশেষজ্ঞ অংশগ্রহণ করছেন। এই কনফারেন্সে বৈজ্ঞানিক সেমিনার, অ্যাওয়ার্ড প্রদান, আলোচনা, গবেষণা উপস্থাপনা, ছাড়াও দুটি মানসিক রোগ এর চিকিৎসা নির্দেশিকা উন্মুক্ত করা হয়েছে।

এরমধ্যে ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় মানসিক রোগ ডিপ্রেশন ডিজঅর্ডার বা হতাশা রোগের চিকিৎসা নির্দেশিকার মোড়ক উন্মোচণ করা হয় এবং পরেরদিন শুক্রবার হয় এংজাইটি (উদ্বেগ) ডিজঅর্ডারের মোড়ক উন্মোচণ।

পড়ুন….
চট্টগ্রামে সার্ক সাইকিয়াট্রি ফেডারেশনের নির্বাহী সভা

এর মাধ্যমে বিএপির পূর্ব ঘোষিত প্রধান পাঁচটি মানসিক রোগের চিকিৎসা নির্দেশিকা প্রকাশ সম্পন্ন করলো। এর আগে ‘বাইপোলার মুড ডিজঅর্ডার, সিজোফ্রেনিয়া ও ওসিডি রোগের গাইডলাইন প্রকাশ করেছিলো বিএপি।

মানসিক স্বাস্থ্য
সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের পরিবেশনা

সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক সাহিদা চৌধুরী, বি.জে (অব:) অধ্যাপক ডা. আশফাকুজ্জামান চৌধুরী, ডা. পঞ্চানন আচার্য, অধ্যাপক মো. রেজাউল করিম, অধ্যাপক ব্রিগেডিয়ার এম.এস.বি.কে রাজু (ভারত), অধ্যাপক মো. ফারুক আলম, অধ্যাপক পি.কে দালাল (ভারত), এম.এস.বি.কে রাজু (ভারত), অধ্যাপক সুদর্শন নার্সিং প্রধান (নেপাল), অধ্যাপক রাভিশ বি.এন (ভারত), ডা. প্রেম কুমার সানমুগাম (মালয়েশিয়া), ডা. রাজশ্রী রায় (ভারত), অধ্যাপক বি.জে (অব) এম কামরুল হাসান, অধ্যাপক নাহিদ মাহজাবিন মোর্শেদ (বাংলাদেশ), অধ্যাপক এ.এ মামুন হোসাই, অধ্যাপক সুলতানা আলগিন, ডা. অসীম মেহরা (ভারত) প্রমুখ।

বিশেষ সেশনে একই ফ্রেমে ডব্লিউপিএ প্রেসিডেন্ট, এসপিএফ প্রেসিডেন্ট ও বিএপি প্রেসিডেন্ট 

মানসিক স্বাস্থ্যসেবা ও পলিসিতে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে : প্রফেসর আফজাল জাভেদ

উল্লেখ্য, বাংলাদেশ অ্যাসেসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ১১ তম আন্তর্জাতিক সাইকিয়াট্রি সম্মেলন এবং একই সাথে সার্ক সাইকিয়াট্রি ফেডারেশনের ১৩ মনোরেগ বিশেষজ্ঞ সম্মেলন। ২৯-৩০ সেপ্টেম্বর চলা এই সম্মেলন র্যাফেল ড্র, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার রাতে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়েছে।

/এসএস/মনেরখবর/

Previous articleচট্টগ্রামে সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশনের নির্বাহী সভা
Next articleসন্তানের সামনে ধর্ষণের শিকার মা, শিশুমনে বিরূপ প্রভাব : করণীয় কী?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here