অতিরিক্ত প্রশংসা শিশুদের জন্য ক্ষতিকর!

অতিরিক্ত প্রশংসা কম আত্মপ্রত্যয়ী শিশুদের জন্য ক্ষতিকর। ভূয়সী প্রশংসা এসব শিশুদের পিছনে ফেলে দেয় এবং তারা কাঙ্খিত লক্ষ অর্জনের জন্য উদ্বিগ্ন হয়ে পড়ে। অপরদিকে যারা বেশি আত্মপ্রত্যয়ী তারা প্রশংসাকে চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং তারা ভালো করে।

এমন তথ্য প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাউথাম্পটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গবেষণায় ১৪৪ জন নারীর ওপর জরিপ চালানো হয়েছে।

এতে দেখা হয়েছে মায়েরা তাদের সন্তানদের অংক চর্চার সময় দৈনিক কতবার প্রশংসা করেন, আর এ প্রশংসার মাত্রাটা কোন পর্যায়ের। ফলাফলে দেখা গেছে, মায়েরা দৈনিক ৬ বার প্রশংসা করেন এবং ২৫ শতাংশ সময়ে উচ্চ মাত্রায়।

সাউথাম্পটন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাম টমাস বলেন, “কম আত্মপ্রত্যয়ী যেসব শিশু তাদের ‘অবিশ্বাস্যকর’ এরূপ প্রশংসা করলে তারা এটা ভালোভাবে নেয় না। তারা এটাকে চাপ হিসেবে নেয় এবং মনে করে তাদের দ্বারা এটা সম্ভব নয়”।

তুমি ভালো করেছো, তবে চেষ্টা করলে আরো ভালো করতে পারতে-প্রশংসা এমন মাত্রায় রাখার পরামর্শ দিয়েছেন গবেষকেরা। এতে কম আত্মপ্রত্যয়ী শিশুরাও ভালো করবে বলে মন্তব্য সাউথহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের।

Previous articleমানসিক রোগ: কিছু ভুল ধারণা, সঠিক তথ্য
Next articleআপনি বিষন্নতায় ভুগছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here