বিষণ্ণতা মানুষের জীবনকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যায়। ব্যক্তিগত দ্বন্ধ, ব্যর্থতা, পারিবারিক সংঘাত, আর্থিক অক্ষমতা ও দূর্ঘনা সহ নানান কারণে মানুষ বিষণ্ণতায় আক্রান্ত হয়। এই বিষণ্ণতায় ভিন্নরকম হতাশাজনক একটা রেকর্ড তালিকায় উঠে এসেছে বাংলাদেশ।
বিষণ্ণতায় শীর্ষে বিশ্বে বাংলাদেশ উঠে এসেছে ৭ম স্থানে। তালিকায় শীর্ষে আছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা গ্যালপ ২০২২-এর ইমোশনস রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।
এবার বিশ্বের ১২২টি দেশের এক লাখের বেশি মানুষের ওপর সমীক্ষা চালানো হয়েছে। ৫৬ স্কোর নিয়ে তালিকার প্রথমে আফগানিস্তান। বাংলাদেশে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে মার্চের ৩০ তারিখ পর্যন্ত প্রায় ১ হাজার মানুষের ওপর জরিপ চালানো হয়েছে।
বৈশ্বিক বিষণ্নতার ঊর্ধ্বগতির কারণ হিসেবে পাঁচটি বিষয় বেছে নেওয়া হয়। এরমধ্যে দারিদ্র্য, সম্প্রদায়গত সমস্যা, ক্ষুধা, একাকিত্ব ও খাদ্যের অভাব। গ্যালাপের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এক দশক ধরে বিশ্বজুড়ে দুঃখী মানুষের সংখ্যা বাড়ছেই।
তালিকায় বিষণ্ন ১০ দেশের মধ্যে আফগানিস্তানের পরের নামগুলো লেবানন, ইরাক, সিয়েরা লিওন, জর্ডান, তুরস্ক, বাংলাদেশ, ইকুয়েডর, গিনি ও বেনিন।
/এসএস/মনেরখবর