২০২৩-২৪ সেশনের জন্য দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস- (বিএপি) এর নতুন কমিটির নবনির্বাচিত সদস্যগণ।
মঙ্গলবার ২০ ডিসেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত সংগঠনের ৩০তম বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির ঘোষণা করা হয়। নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনার কমিশনার অধ্যাপক ডা. মোহাম্মাদ আহসানুল হাবিব।
আনুষ্ঠানিক ঘোষণার পর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, নবনির্বাচিত সভাপতি ব্রি.জে (অবঃ) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি অধ্যাপক ডা. ফারুক আলম, অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, অধ্যাপক ডা. সুলতানা আলগীন ও সাধারণ সম্পাদক ডা. তারিকুল আলম।
এছাড়া সহসাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জিল্লুর রহমান খান ও ডা. আহমাদ রিয়াদ চৌধুরী, কোষাধক্ষ ডা. নিয়াজ মোহাম্মদ খান, সাংগঠনিক সম্পাদক ডা. মো. মাহবুব হাসান (বাপ্পী), বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. সিফাত-ই সাঈদ চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক ডা. রুবিনা হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক ডা. ফাতিমা জোহরা, অফিস সম্পাদক ডা. নাসির উদ্দিন আহমেদ।
কমিটির অন্যান্য নির্বাহী সদস্যারা হলেন, অধ্যাপক ডা. গোলাম রব্বানী, অধ্যাপক ডা. মোহিত কামালম, ডা. অভ্রদাস ভৌমিক, ডা. হেলাল উদ্দিন আহমেদ, ডা. মেখলা সরকার, ডা. সুস্মিতা রায়, ডা. এ কে এম খালেকুজ্জামান, ডা. তৌহিদুল ইসলাম, ডা. এমডি রাইসুল ইসলাম (পরাগ), ডা. এমডি আব্দুল্লাহ সায়ীদ, ডা. জাওহার দত্ত ও ডা. আহসান আজিজ সরকার।
শুভেচ্ছা বক্তব্যে নবনির্বাচিত সভাপতি ব্রি.জে (অবঃ) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম বলেন, কিংবদন্তীতুল্য সকল সিনিয়র সাইকিয়াট্রিস্টদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের সদয় উপস্থিতির জন্য। আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএপির সকল সদস্য এবং সেই ব্যক্তিত্বদের প্রতি যারা এদেশে মানসিক স্বাস্থ্যের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন।
বিএপির প্রাক্তন সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমার ওপর আস্থা রাখার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
আরো পড়ুন…
বিএপি’র ৩০তম বার্ষিক সম্মেলন সম্পন্ন
/এসএস/মনেরখবর/