প্রতিদিনের চিঠি – আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে এই ইমেইলে monerkhaboronline@gmail.com। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ।
প্রশ্ন- উত্তর পর্বে দেয়া উত্তরগুলো কেবলমাত্র প্রাথমিক দিকনির্দেশনা। সঠিক ও পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য চিকিৎসকের সাথে সরাসরি দেখা করে চিকিৎসা নিতে হবে।
প্রশ্ন – আসসালামুওয়ালাইকুম, আমি একজন মেয়ে। আমার বয়স ২৫ বছর। আমার কাছে নিজেকে কল্পনা বা অবাস্তব লাগে। মনে হয় আমার অস্তিত্বটা কাল্পনিক, মনে হয় পৃথিবীতে আমার আগমন হয়েছে কাল্পনিক অবস্থায়, অবাস্তব হয়ে। আমার সব অবাস্তব কাল্পনিক কার্যবলী ভালো লাগে। যেগুলো একজন স্বাভাবিক মানুষ হয়তো করেনা। যেগুলো নাটক,সিনেমাতেই দেখা যায়। আর এসবের জন্য মাঝেমধ্যে মনে হয় আমার অস্তিত্ব থেকেও যেন নেই। আমি পৃথিবীতে আসা কাল্পনিক এক চরিত্র। যেটার বাস্তবের সাথে কোনো লেনাদেনা নেই। এটা কেন হয় আর এর থেকে পরিত্রাণের উপায় কি?
পরামর্শ – ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ আপনার সমস্যা তুলে ধরার জন্য। আপনার এই সমস্যা যদি স্থায়ি হয়, বেশিরভাগ সময় থাকে এবং সাথে যদি অন্য কোন মানসিক বা শারীরিক লক্ষ্যণ থাকে, তাহলে বুঝবেন আপনার মানসিক রোগ থাকতে পারে। আপনার নিকটস্হ মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন, সুস্থ থাকুন।
পরামর্শ দিয়েছেন-
ডা. আফরোজা আক্তার
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (সাইকিয়াট্রি)
রেজিস্ট্রার
জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা
- এপোয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন-Prof. Dr. Shalahuddin Qusar Biplob
- চেম্বার – MK4C -মনের খবর ফর কেয়ার
মগবাজার রেইল গেইট।
নাভানা বারেক কারমেলা, লিফটের ৩,
(ইনসাফ কারাকাহ হাসপাতালের বিপরীতে)।
চেম্বার সিরিয়াল – ০১৮৫৮৭২৭০৩০
আরও দেখুন-