গত ৮ ফেব্রুয়ারি শনিবার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) ও আল কুরআন একাডেমি, লন্ডনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. হারুন আল রশিদ, প্রেসিডেন্ট, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রেসিডেন্ট, ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF), হাফেজ ড. মুনির উদ্দিন আহমেদ, চেয়ারম্যান, আল কুরআন একাডেমি, লন্ডন এবং অধ্যাপক ডা. মাহবুবুর রহমান, পরিচালক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস-এর সদস্য সচিব অধ্যাপক ডা. নিজাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.) এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া পরিচালনা ও সমাপনী বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ইসলামি স্কলার প্রফেসর ডা. মোখতার আহমেদ।
এই কর্মসূচির মাধ্যমে ধর্মীয় শিক্ষা প্রসারের পাশাপাশি রোগীদের মানসিক শান্তি ও সুস্থতার জন্য কুরআন পাঠের গুরুত্ব তুলে ধরা হয়।
আরও দেখুন-