খুলনা মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের প্রয়াত চিকিৎসক ডা. শাহাবউদ্দিন মোহাম্মদ মুজতবার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি ২০২৫) সকাল ৯:৩০ টায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের কনফারেন্স রুমের ৮ম তলায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টস (বিএপি)-এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডা. শাহাবউদ্দিন মোহাম্মদ মুজতবা ১৯৮২ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেন। পরবর্তীতে তৎকালীন পিজি হাসপাতাল থেকে মানসিক স্বাস্থ্য বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেন। কর্মজীবনে দেশের বিভিন্ন মানসিক স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত ছিলেন। পাবনার জাতীয় মানসিক হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কাজ করেছেন এবং পরবর্তী সময়ে খুলনা মেডিকেল কলেজে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষকতা জীবনে তিনি রাজশাহী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন মেডিকেল কলেজের ফাইনাল প্রফেশনাল এমবিবিএস পরীক্ষার এক্সটার্নাল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তান, দুই ভাই, চার বোন এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। দক্ষিণবঙ্গের বিশেষত চুয়াডাঙ্গা জেলার অগণিত রোগী যারা তাঁর কাছে চিকিৎসা নিয়েছেন, তারা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টসের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমীন।
আরো পড়ুন-