বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ উপলক্ষে ১০ অক্টোবর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের উদ্যোগে বৈজ্ঞানিক সেমিনার ও র্যালির আয়োজন করা হয়। এ বছরের দিবসটির প্রতিপাদ্য ছিল “কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য: অগ্রাধিকার এখনই”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের মাননীয় পরিচালক অধ্যাপক ডা. ঈশান আলী গাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমান। সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ড. শাম্মী আক্তার।
বক্তারা কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্বের উপর জোর দেন। তাঁরা বলেন, মানসিক স্বাস্থ্যের প্রতি যথাযথ মনোযোগ দেওয়া কর্মীদের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে এবং কর্মক্ষেত্রে সুষ্ঠু ও চাপমুক্ত পরিবেশ গড়ে তুলতে সহায়ক। মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া শুধু কর্মীদের ব্যক্তিগত জীবনেই নয়, প্রতিষ্ঠানের সামগ্রিক সাফল্যেও ইতিবাচক প্রভাব ফেলে।
সেমিনারের শেষে র্যালির আয়োজন করা হয়, যেখানে গাজী মেডিকেল কলেজের শিক্ষার্থী, ডাক্তার, ইন্টার্ন এবং কর্মচারীরা অংশগ্রহণ করেন। তারা সবাই কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
আরও দেখুনঃ