বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ উপলক্ষে গত ৯ অক্টোবর, বুধবার, গ্রীন লাইফ মেডিকেল কলেজের লেকচার গ্যালারি ৫-এ (লেভেল ১৫, কলেজ বিল্ডিং) একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ৮টায় শুরু হওয়া এই অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল “কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যর অগ্রাধিকার”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এ.বি.এম. বায়েজিদ হোসেন। গ্রীন লাইফ মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, এবং ইন্টার্ন চিকিৎসকদেরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল “কর্মক্ষেত্রে ইক্যুইটি এবং কাজের চাপ।” এ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন অধ্যাপক ডা. নুরুন নাহার চৌধুরী এবং ডা. মোসা. আকলিমা আক্তার সীমা। বক্তারা কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তা, কাজের চাপ কমানো এবং ন্যায্যতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের এই আয়োজনের মাধ্যমে কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে, যা বর্তমান সময়ে কর্মজীবীদের মানসিক সুস্থতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করা হয়।
আরও দেখুনঃ