বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস্, সিলেট শাখার (বাপসিল) নবগঠিত কার্যকরী কমিটি ২০২৪-২৫ এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মার্চ) দুপুর ২টায় সিলেট নগরীর উপকণ্ঠে অবস্থিত গ্রাণ্ড সিলেট হোটেলে এই অভিষেক অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস্ বিএপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ তারিকুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন। তিনি নবনির্বাচিত কার্যকরী কমিটিকে স্বাগত জানান এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সম্মানিত সভাপতি অধ্যাপক গোপীকান্ত রায়, সহ-সভাপতি ডা. মো. ফখরুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক ডা. আর কে এস রয়েল, যুগ্ন সম্পাদক ডা. আহমেদ রিয়াদ চৌধুরী, কোষাধ্যক্ষ ডা. মুবিন উদ্দীন আখঞ্জি, সাংগঠনিক সম্পাদক ডা. পলাশ রায়, সমাজ কল্যাণ, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ডা. মো. আব্দুল্লাহ সাইদ, অফিস সম্পাদক ডা. সুচিত্রা তালুকদার।
নবনির্বাচিত কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক সিদ্ধার্থ পাল, ডা. মো. সাইদ ইনাম, ডা. মো. এনায়েত করিম, ডা.শুভ্র তুষার সিংহ, ডা. মাহমুদুল হাসান, ডা. আব্দুল্লাহ আল মামুন এবং অন্যান্য সদস্যবৃন্দ।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস্, সিলেট শাখা (বাপসিল) সিলেট বিভাগে মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে শুরু থেকেই। এই অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটি বাপসিলের মূল লক্ষ্যকে সামনে রেখে তাদের কার্যক্রম আরও বেগবান করতে সম্মত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. পলাশ রায়।
উল্লেখ্য, ২৮-২৯ ফেব্রুয়ারি মৌলভীবাজারের দুসাই রিসোর্ট এন্ড স্পা-তে বাপসিলের এজিএম অনুষ্ঠিত হয়।