বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট মেন্টাল হেলথ (ব্যাকাম) এর ১৫তম বার্ষিক সম্মেলন এবং সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী নভেম্বরে।
‘শিশু এবং কিশোর মানসিক স্বাস্থ্য : পরিষেবার প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া’ শীর্ষক প্রতিপাদ্যে নভেম্বরের ১৪ ও ১৫ তারিখে ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থাপনের জন্য শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রবন্ধ আহ্বান করা হয়েছে। অক্টোবরের ২৫ তারিখ পর্যন্ত প্রবন্ধ জমা দেয়া যাবে বলে জানিয়েছেন, ব্যাকাম এর কোষাধক্ষ, বিএসএমএমইউ এর সহকারী অধ্যাপক ডা. সিফাত-ই সাঈদ।
তিনি জানান, সাইকিয়াট্রিস্টস, রেডিসডেন্ট, নিউরোলজিস্ট (দফতর, নন-দফতর) সকলেই প্রবন্ধ পাঠাতে পারবে।
নির্ধারিত সময়ের মধ্যে নিম্নোক্ত মেইলে ঠিকানায় প্রবন্ধ পাঠানো যাবে বলেও তিনি উল্লেখ করেন। sifat.syed@yahoo.com বা navera25@yahoo.com যেকোনো একটি এড্রেসে মেইল করতে হবে।
/এসএস/মনেরখবর/