চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ এশীয় দেশগুলোর মনোরোগ বিশেষজ্ঞদের সংগঠন সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশনের জরুরী নির্বাহী সভা।
৩০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধায় চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে এই সভা অনুষ্ঠিত হয়। চলমান আইসিপি ও এসআইপিসি কনফারেন্সে তারা এ মিটিংয়ে যুক্ত হন।
এতে সভাপতিত্ব করেন, সংগঠনের প্রেসিডেন্ট ডা. গৌতম সাহা। এসময় উপস্থিত ছিলেন, এসপিএফ এর ট্রেজারার ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর প্রেসিডেন্ট প্রফেসর ডা. ওয়াজিউল আলম চৌধুরী।
সভায় এসপিএফ এর আগামী সম্মেলনের বিষয়ে জরুরী সিদ্ধান্ত গৃহীত হয়। এশীয় অঞ্চলগুলো আরো দ্রত এবং কার্যকরভাবে কীভাবে মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়ন ঘটানো যায় সে বিষয়ে বিশেষ পরামর্শ ও সুপারিশ গৃহীত হয়।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিএপির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব, প্রফেসর ডা. বি.জেনারেল (অব) আজিজুল ইসলাম, প্রফেসর ডা. গোলাম রব্বানী, ডা. হেলাল উদ্দিন আহমেদ, ডা. সিফাত ই সাঈদ প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ অ্যাসেসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর উদ্যোে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ১১ তম আন্তর্জাতিক সাইকিয়াট্রি সম্মেলন এবং একই সাথে সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশনের ১৩ মনোরেগ বিশেষজ্ঞ সম্মেলন। ২৯-৩০ সেপ্টেম্বর চলা এই সম্মেলন র্যাফেল ড্র, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার রাতে শেষ হয়েছে।
দুইদিনব্যাপী এই আন্তর্জাতিক সাইকিয়াট্রি সম্মেলনে দেশ বিদেশের কয়েক শতাধিক মনোরোগ বিশেষজ্ঞ অংশগ্রহণ করছেন। এই কনফারেন্সে বৈজ্ঞানিক সেমিনার, অ্যাওয়ার্ড প্রদান, আলোচনা, গবেষণা উপস্থাপনা ছাড়াও দুটি মানসিক রোগ এর চিকিৎসা নির্দেশিকা উন্মুক্ত করা হয়েছে।
/এসএস/মনেরখবর/