নারীর জীবনচক্রই নানাভাবে মানসিক স্বাস্থ্যে ঝুঁকি তৈরী করে বলে জানিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সাবেক পরিচালক ও স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী।
তিনি বলেছেন, মানসিক স্বাস্থ্য সমস্যা পুরুষের তুলনায় নারীদের কয়েকগুণ বেশি। কিন্তু দুঃখের বিষয় হলো তারা চিকিৎসার আওতায় আসেন না। ফলে তারা ভোগেন বেশি।
বুধবার (২৪ আগস্ট) রাত ১০টায় মনের খবর টিভির নারীর মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘নামাতে পারি যদি নারীর মনোভার’ শীর্ষক অনুষ্ঠানে মূখ্য অতিথি হয়ে অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী এসব কথা বলেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর সভাপতি ডা. ওয়াজিউল আলম বলেন, আমরা যদি চাই নারীর মানসিক স্বাস্থ্য সমস্যার সমাধান করবো তাহলে খুঁজে বের করতে হবে কেন তারা বেশি আক্রান্ত হয়।
তিনি বলেন, নারীর জীবনচক্র; যেমন মাসিকপূর্ব সময়, গর্ভকালীন সময়, প্রসব পরবর্তী সময়গুলো নারীর জন্য ঝুঁকিপূর্ণ সময়। এছাড়া নবজাতকের লালন-পালন, স্তন্যপান, ঋতুপরিবর্তকালীন সময়গুলো নারীর মানসিক স্বাস্থে ঝুঁকি তৈরী করে।
তিনি আরো বলেন, বন্ধাত্ব, প্রসব পরবর্তী সময়ে সন্তানের মৃত্যু, সামজিক বৈষম্য, সহিংসতা, বেকারত্ব, একাকীত্ব, সামাজিক অসমতা এরকম নানান কারণে নারীর মানসিক স্বাস্থ্য সমস্যা অধিকে ঝুঁকিতে থাকে। যার কারণে দেখা যায় পুরুষের তুলনায় নারীরা মানসিক স্বাস্থ্য সমস্যায় বেশি ভোগেন।
অধ্যাপক চৌধুরী আরো জানান, বাংলাদেশে মোট জনসংখ্যার ১৮ ভাগ মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগেন। এর মধ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কয়েকগুণ বেশি। পরিসংখ্যান অনুযায়ী নারীর মানসিক রোগে আক্রান্ত হওয়ার হার পুরুষের তুলনায় ৬ শতাংশ বেশি।
নারীর মানসিক স্বাস্থ্য নিয়ে বিশেষ অনুষ্ঠানটি দেখতে ক্লিক করুন :