বিএপি’র সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

0
35

বিএপি’র উদ্যোগে ‘Agomelatine: more than just another antidepressant’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। গত ১৯ জানুয়ারী (বুধবার), ঢাকা ক্লাবের স্যামশন এইচ চৌধুরী মিলনায়তনে দুপুরে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্টের চেয়ারপার্সন অধ্যাপক ডা. গোলাম রাব্বানী। সভাপতি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিষ্টস (বিএপি)’র সভাপতি ডা. ওয়াজিউল আলম চৌধুরী।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ডা. অভ্র রায় ভৌমিক। ‘Agomelatine: more than just another antidepressant’ বিষয়ক প্রেজেন্টেশন তুলে ধরেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিঊট ও হাসপাতালের সহকারী রেজিষ্ট্রার ডা. আহসান আজিজ সরকার।

প্যানেল অব এক্সপার্ট হিসেবে ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবীন মোরশেদ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, অধ্যাপক ডা. ফারুক আলম, অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) কামরুল হাসান এবং ব্রিগেডিয়ার জেনারেল ডা. আজিজুল ইসলাম। ভোট অব থ্যাংকস প্রদান করেন এভারেষ্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার হক আহমেদ।

সেমিনারটির সায়েন্টিফিক পার্টনার ছিলো এভারেষ্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

“মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
Previous articleকরোনা পুরুষের তুলনায় নারীর দারিদ্রতাকে বাড়িয়ে তুলেছে
Next articleঅতি চঞ্চলতার বিস্তারিত; মনের খবর মাসিক ম্যাগাজিনের জানুয়ারি সংখ্যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here