সংসারে অশান্তি লেগে থাকছে

0
69

সমস্যাঃ আমার স্ত্রীর বয়স ৩৫ বছর। এগারো বছর হলো আমাদের বিয়ে হয়েছে। বিয়ের প্রথম থেকেই সে অনেক পরিষ্কার-পরিছন্ন থাকতে, ঘরবাড়ি সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করত। বিষয়টি আমার ভালো লাগত। কিন্তু এই বিষয়গুলো এখন অনেক সমস্যার সৃষ্টি করছে। দেখা যায় বাথরুমে গেলে ঘন্টার পর ঘন্টা পার করে দেয়। বাসায় যদি কিছুক্ষণের জন্যও কোনো মেহমান আসে তাহলে সবকিছু আবার নতুন করে পরিষ্কার করতে শুরু করে। কিছু অগোছালো থাকলে সে তৎক্ষণাৎ গোছাতে শুরু করে। আমার দুটি ছেলে ৯ ও ৩ বছরের। এগুলো করতে গিয়ে ছোট ছেলেটার কেয়ারও ঠিকমতো করে না। তাকে বুঝিয়ে কোনো লাভ হচ্ছে না। সংসারে অশান্তি লেগে থাকছে। আমি এগুলো নিয়ে মানসিক যন্ত্রনায় আছি। দয়া করে এর কোনো সমাধান থাকলে প্লিজ আমাকে সাহায্য করুন।

অধ্যাপক ডা. অনুপম দাস : আপনার অবস্থা ভেবে কষ্ট লাগছে। আপনার স্ত্রীর যে অসুখটা হয়েছে তা জটিল, তবে নিরাময়যোগ্য। এর নাম অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার বা বাংলায় শুচিবাই। এর দুই ধরণের চিকিৎসা আছে। এক ঔষধের মাধ্যমে চিকিৎসা, দুই মনোচিকিৎসা। দুটোই সমানভাবে দরকার। তাই এ রোগ সারাতে গেলে অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে। আপাতত একটা করে Cap. Nodep (20mg) সকালে খাওয়াতে পারেন ।

 

পরামর্শ দিয়েছেন

ডা. অনুপম দাস

অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মানসিক রোগ বিভাগ

কমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ।

সূত্রঃ মনের খবর মাসিক ম্যাগাজিন, ৪র্থ বর্ষ, ১০ম সংখ্যায় প্রকাশিত।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

“মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

 

Previous articleপ্যানিক ডিজঅর্ডার শারীরিক নয়, মানসিক কেন?
Next articleমনের খবর যখন জীবনের প্রদীপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here