মানসিক স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন মনের খবর। হাটি হাটি পা পা করে মনের খবর আজকের এতোদূর পথচলা। দেশের প্রতিটি প্রান্তের মানুষের জন্য, তাদের নিয়েই মনের খবর। মানসিক স্বাস্থ্যর সকল কিছুই পৌছে দিচ্ছে পাঠকের কাছে। মনের খবরের পিছে যারা কাজ করছেন, কনা-কৌশলী যারা আছেন। তাদেরকে নিয়েই এবারের আয়োজন। তাদের থেকে জানতে চায়, না জানা অনেক কিছু।
কেমন আছেন?
উত্তরঃ আলহামদুলিল্লাহ ভালো আছি।
মনের খবর ম্যাগাজিনের সাথে সম্পৃক্ত আছেন কতদিন ধরে?
উত্তরঃ মনের খবর ম্যাগাজিনের সাথে সম্পৃক্ত আছি প্রায় ১ বছরের উপরে হলো।
পথচলার শুরু করলেন কিভাবে/ কিভাবে সংযুক্ত হলেন মনের খবরের সাথে?
উত্তরঃ আমাদের স্যার অধ্যাপক ডা. সালাহউদ্দীন কাউসার বিপ্লব এর মাধ্যমে এবং উনার কারণেই আমার মনের খবরের সাথে পথচলা শুরু।
মনের খবরের সাথে কোন ঘটনা যা আজো মনে পড়ে/আজীবন মনে রাখার মতো। যদি জানাতেন….
উত্তরঃ ঘটনা তো অনেক ঘটেছে। তবে এর মধ্যে সবচেয়ে মজার ঘটনা আমার কাছে মনে হয়- আমাদের মনের খবর ম্যাগাজিন ডিস্ট্রিবিউশন করার সময় অনেকে জিজ্ঞেস করে, আপনিতো মনের খবরে কাজ করেন। আপনার মনের খবর কি? এই ঘটনাটি আমার আজীবন মনে থাকবে।
মনের খবর ম্যাগাজিনের ৭ম বর্ষপূর্তিতে এমন কোন কথা, যা মনের খবরকে উদ্দেশ্য করে বলতে চান?
উত্তরঃ ডিসেম্বরের ১৯ তারিখ মনের খবরের ৭ম বর্ষপূরণ হয়েছে। মনের খবরের সাথে সংযুক্ত সকলের জন্য রইল দোয়া ও শুভকামনা। মনের খবরকে উদ্দেশ্য করে বলতে চাই, মনের খবর ম্যাগাজিন অনেক দূর এগিয়ে যাক। সারা বাংলাদেশের মানুষ মনের খবর ম্যাগাজিন পড়ে মানসিক স্বাস্থ্য সচেতন হোক এবং সুস্থ থাকুক। এই আমার প্রত্যাশা।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে