আজ সোমবার (১৫ নভেম্বর) বাংলাদেশ এসোসিয়েশন ফর চাইল্ড এন্ড এডোলেসেন্ট মেন্টাল হেলথ (ব্যাকাম) এর ১৪ তম বার্ষিক কনফারেন্সের দ্বিতীয় দিন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ‘ফ্যামিলি থেরাপী’ বিষয়ক পোষ্ট কনফারেন্স কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কনফারেন্সে ফ্যামিলি থেরাপী সম্বন্ধে ধারণা দেওয়া হয়।
কর্মশালাটির ফ্যাসিলেটর হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউটের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জহির উদ্দীন এবং কো-অর্ডিনেটর করেন ডা. সুমাইয়া বিনতে জলিল।
২০১৫ সাল থেকে বাংলাদেশে ফ্যামিলি থেরাপী ব্যবহৃত হচ্ছে এবং ধীরে ধীরে এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সিষ্টেমিক ফ্যামিলি থেরাপীর মাধ্যমে পরিবারের মধ্যেকার যোগাযোগ, সহযোগিতা, প্রসংগতা এবং সার্কুলারিটি গঠন হয়। যা পরিবারের সমস্যা সমাধানের জন্য মিথষ্ক্রিয়া হিসেবে কাজ করে।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে