৪০০ শয্যায় উন্নীত হচ্ছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট

0
167
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটর
ছবি: ডা. আব্দুল্লাহ আল মামুন

দেশের বৃহৎ মানসিক স্বাস্থ্য সেবা ও গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ৪০০ শয্যায় উন্নীত হচ্ছে।

গত ২৬ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ৪০০ শয্যায় উন্নীত এবং বর্ধিত সেবা কার্যক্রম চালু করার অনুমোদন এর কথা জানানো হয়।

রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে এতদিন ২০০ শয্যা ছিল। আরও ২০০ শয্যা বাড়ানোর ফলে বেশি মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

এই অনুমোদনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের উপ-পরিচালক ডা. তারিকুল আলম।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন:করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

Previous articleলেডি উইথ দ্য ল্যাম্প : ফ্লোরেন্স নাইটিঙ্গেল
Next articleআশাবাদী মানসিকতা হতে পারে সফলতা প্রাপ্তির মূল হাতিয়ার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here